পাতা:কাদম্বরী নাটক.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sჯ• কাদম্বরী নাটক । কাদ। অগ্নিউন্মত্তে! যে কাদম্বরী, বকপক্ষ-শুভ্ৰ-সুকোমল শয্যায় কুবলয় কুলুম ও কমলপত্রে নিদ্রা যেতন, সেই কাদম্বর আজ, প্রজলিত চিত্তানলে ছু সহমৃতা হয়ে সচ্ছন্দে নিদ্রা যাবে। আহ সই! আমার মরে এমন শুভক্ষণ হবে না,—তরলিকে ! হেমকূট গিয়ে যে কোন পদার্থ তোমার মনোনীত হয়, আমার সুরণার্থে গ্রহণ করে। সখি মহাশ্বেতে ! এ জন্মের মত কাদম্বরীর সহ আর সন্দর্শন হবে না, কখন অজ্ঞাতসারে কোন অপরাধ করে থাকি তে প্রিয়সখী জ্ঞানে ক্ষমা করে। ( সকলের নিঃশব্দে রোদন ) { বেগে পত্ৰলেখার প্রবেশ । ) পত্র। হা! রাজকুমারের হৃদয় বিদারিত হয়েছে। কি দুৰ্দৈব! (ইন্দ্রায়ুধের বলুগ ধরিয়া) আর বিলম্ব কেন ? কুমার প্রস্থান করে ছেন, বল আমরাও যাই । (সরোবরে উভয়ের নিমগ্ন হওন । ) নেপথ্যে। “ মহাশ্বেতে ! তুমি আমার আশ্বাসে আশ্বাসীত হয়ে অসংখ্য কন্টে শীতের হিমানিতে, গ্রীষ্মের উত্তাপে, বরিষার জলে সিক্ত হয়ে, তপস্যায় নিযুক্ত থেকে ত্বরায় দেব পুণ্ডরিকের শাপন্মোচন করছে,—উজ্জয়িনী কুমারও পুণ্ডরকের ন্যায় শাপগ্ৰস্থ হওয়াতে তারও তদনুরূপ গতি হয়েছে, তজ্জন্য তোমাদের কোন চিন্তা নাই। যাহাতে চন্দ্রাপীড়ের দেহ না কোন ৰূপ প্রকারে অনল অনিলে বিনষ্ট হয়, তাছাই কর। কাদম্বরীর করস্পর্শে ও দেহ অক্ষয় হবে। মহ। হা দেব ! আপনাকে শত সহস্রবার ধন্যবাদ করি, সখী কাদম্বর । এই বারে এসে, দুজনে একত্রে কাল যাপন করি,— উভয়ের আমাদের এক ৰূপ গতি হবে ? বলে এই সকল ঘটনা হল।