কাদম্বরী নাট &。 কাদ। হা দেব চন্দ্রমা! আপনার চরণে কোটিই প্রণাম করি, আপনার আশ্বাসে আমি যাবজ্জীবন এই আবরণ শুন্য স্থানে জীবন অতীত করবো। (সিক্ত কলেবরে কপিঞ্জলের গ্রবেশ।) মহা । ( সদব্যস্তে গাত্রোথানান্তর ) হা! এ কি ? অনশনে এতাবৎকাল তপ সাধন করে যদি হংসকুমারীর নয়ন অন্ধ না হয়ে থাকে, তা হলে বোধ হয় প্রাণেশ্বরের প্রিয়-সহচর দেব কপিঞ্জলের পুনঃ সন্দর্শন পেলেম ? কপি । হা সরলে ! আমিই সেই বন্ধু-বিয়োগী-শোক-সন্তপ্ত কপিঞ্জল। আপনি যে আমায় স্মরণ রেখেছেন, তজ্জন্য আমি আপনাকে সাতিশয় কৃতাৰ্থ বোধ করলেম। মহা । (মৃদুস্বরে) দেব! আপনি যে সেই নাথের মৃত্যুর পর, তঁর মৃতদেহ অপহরক দেবতার পশ্চাদানুধাবণ করলেন, তা আমি যে অবলা কুল-ললনা কি অবস্থায় রইলেম, একবার মাত্রও তার তত্ত্ববধান করলেন না? শূন্য বাণী না শুনলে তো কোন দিন এঅভাগিনী মানবলীলা সম্বরণ করতো ? কপি । গন্ধৰ্ব্বকুমারি । আপনাকে একাকিনী রেখে বন্ধুর দেহ অপহরকের পশ্চাতে পশ্চাতে অমরপুরে যাত্রা করলেম ক্রমে সমস্ত লোক অতিক্রম করে চন্দ্রলোকে গিয়ে উপস্থিত হলেম সেই বিমানবাসী দেখি না, সভামধ্যে একটা মণি-মুক্ত-খচিত হেমময় পালঙ্কের উপর যখর দেহ স্থাপন করে, আমার প্রতি সম্ভাষণ করে বললেন, “ কপিঞ্জল! আমি চন্দ্রম, বৈরনির্যাতনের কারণ আমি পুণ্ডরিকের দেহ অপহরণ করেছি, এই ঋষিকুমার বিরহবেদনায় আক্রান্ত হয়ে আমায় অভিসম্পাত দেয় যে, “ ইরাত্মন চন্দ্রম!
পাতা:কাদম্বরী নাটক.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।