পাতা:কাদম্বরী নাটক.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు কদম্বরী নাটক। বিরহী দেখে আমায় যেমন তোর তেজানলে দগ্ধ করছিস্ তেমনি তোকে আমার ন্যায় বারম্বর ধরাতলে জন্ম গ্রহণ করে, বিরহ বেদনায় প্রাণ পরিত্যাগ করতে হবে। তা ঋষিকুমারের অভিসম্পাতে রাগান্ধ হয়ে আমিও প্রতিহিংসা সাধনের জন্য তাকেও ঐৰূপ শাপ দিয়েছি। অতএব তুমি ত্রিকালজ্ঞ মহারাজ শ্বেতকেতুর নিকট গমন করলে সমস্তই জানতে পারবে। এই মাত্র বলে চন্দ্রম অন্যত্রে গেলেন। আমি মহারাজ শ্বেতকেতুর নিকট যাবার মানসে বিমান পথে যাচ্ছি, শোকে দুঃখে মোহিত হয়ে, অজ্ঞানত বশতঃ কোন অপরিচিত মহর্ষিকে উল্লঙ্ঘন করায়, ক্রোধান্ধ হয়ে আমার অপরাধের জন্য, তিনি তৎক্ষণাং আমায় তুরগ জাতিতে পতন হবার জন্য অভিসম্পাত দিলেন । শ্রতমাত্র তার পায়ে ধরে অনেক বিনয় করতে তিনি বললেন যে, “ চন্দ্রমা উজ্জয়িনী-রাজ তারাপীড়ের ঔরসে জন্ম গ্রহণ করবেন, তার বাহন হওগে, তৎপরে তার মৃত্যুর পর স্বানান্তে স্বশরীর প্রাপ্ত হবে। " ত দেবি ! চন্দ্রপীড় স্বয়ং চন্দ্রমার অবতার, আর সখী পুণ্ডরীক মন্ত্রীপ্রবর শুকনাশের ঔরসে বৈশম্পায়ন ৰূপে জন্মগ্রহণ করে আপনার অভিসম্পাতে দেহ পরিবর্তন করে কোথায় জন্ম গ্রহণ করেছেন, সে বিষয় মহারাজ শ্বেতকেতুর নিকট জ্ঞাত হয়ে আপনার সহ সাক্ষাৎ কয় বো। মহা । (কপালে করাঘাত পূৰ্ব্বক) হা নাথ ! এই হতভাগিনীর কারণই তোমায় বারম্বার এবস্থপ্রকার কষ্টে পতিত হতে হচ্ছে ? আমি যদি অগ্রে জানতেম যে, জন্ম জন্মান্তরেও তুমি আমার প্রণয় বিস্তৃত হও নাই, তা হলে কি এমন অভিসম্পাত দি ? পায়ে ধরে তোমায় হৃদয়ে স্থান দিয়ে রাখতেম। রে দগ্ধবিধে! তোর কি আমার প্রতি এতদূর নির্দয় ব্যবহার করা উচিত? 卷