পাতা:কাদম্বরী নাটক.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক। ჯეტ রাগিণী খাম্বাজ।—তাল মধ্যমান । জীবনে আর কিবা প্রয়োজন । অনলে আনিলে পশি করিব নিধন । এ জনমের মত মোর, গেল মুখ নিদ্রাঘোর, 'প্ৰাণেশ বিহনে প্রাণ, কে করে রক্ষণ । বারি হীন হলে মীন, বাচে বল কত দিন, ফুরাল নাথের দিন, আছি কিকারণ ॥ কপি । গন্ধৰ্ব্বস্তুত ! আপনি কোন বিষয়ের জন্য দোষভাগিনী নন, ওৰূপ প্রকার উভয়ের দেহ পরিবর্তন না হলে শাপ বিমোচন হবে না, অতএব যাহা বিধি নিবন্ধন, সে কারণ শোকে নিমগ্ন হওয়া বৃথা ; এক মনে শূলপাণির তপ সাধন করুন এবং চিত্ররখ-কুমারীকেও আপনার অনুকরণে শিক্ষা দিন, তা হলে শীঘ্রই আপনাদের মনো-" বাঞ্ছা সিদ্ধ হবে। আমি মহারাজ শ্বেতকেতুর নিকট হতে প্রত্যবর্তন করে আপনার সহ সাক্ষাৎ করবো । [ প্রস্থান । কাদ। প্রিয়সর্থী মহাশ্বেতে ! এত দিনের পর আমি জান্‌লেম ষে বিধাতা আমাকে তোমার দুঃখের সমভাগিনী করবার জন্য এই ৰূপ করেছেন। এখন আমাদের সখ্যতা পূৰ্ব্বাপেক্ষা বৃদ্ধি হয়ে আরো দৃঢ়ৰূপে আবদ্ধ হলো। অতএব এ অবস্থায় কি করা যায়, আমায় উপদেশ দাও । মহ। সখী কাদম্বরি! আমি আর তোমায় কি উপদেশ । দেবে,—এ জগতে আশাই মনুষ্যের একমাত্র জীবনের প্রধান উপায় যে মোহনীয় মায়াপাশ কেহই পরিত্যাগ করতে পারে না,—