এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
७8 কদম্বরী নাটক। যতক্ষণ দেহে প্রাণ-বায়ু আছে ততক্ষণ কেহই আশাকে পরিত্যাগ করতে পারে না,——এইৰূপ উপদেশ মত এতাবৎ কাল অসংখ্য কষ্টে আমি সময় অতীপাত করছি,—তোমার তোভাগ্যের সীমা নাই —সত্য স্বয়ংচন্দ্রমাতোমার প্রণয়ের পাত্রী,—যতদিন চন্দ্রাপীড়ের দেহ অবিকৃত থাকে, ততদিন তুমি তাহার রক্ষণাবেক্ষণ কর; মদলেখে! তরলিকে! তোরা সকলে একটা পত্ৰকুটীর নির্মাণ করে রাজকুমারের দেহ তথায় স্থাপন কর । সকলে । তাই আমুন দেবী সকলে তত্ত্বাবধারণ করিগে । [ সকলের প্রস্থান । ( নেপথ্যে গীত । ) রাগিণী সোহিনী —তাল আড়াঠেকা । কি অমূল্য ধরাধামে প্রণয় রতন। অলক্ষিত রূপে চিত করে বিনোদন ॥ বিষম প্রণয়ে মজে, কুলবর্তী কুল ত্যেজে, যোগী ঋষি যোগ তেজে, প্রেমে ছয় নিমগন ॥
- সরল রাজদুহিতা, পতিশোকে শোকাম্বিতা,
সৰ্ব্বসুখ তেয়াগিয়ে বাসিল বনে;-- পতি বচাইতে, যোগে দিল প্রাণমন ॥