কাদম্বরী নাটক। vs দ্বিতীয় গর্ভাস্ক । অচ্ছেদে সরোবর সন্নিদ্ধ বনস্থলীর অন্যভাগ । চম্রাপীড়ের মৃতদেহ শারীত-পদযুগল ধারণ করিয়া কাদম্বরী ও পাশ্বদিকে মহাশ্বেতা, তরলীকা, মদলেখ ও অন্যান্ত পরিচারকগণ আসীন ।) ( নেপথ্যে কোমল বাদ্য ও গীত । ) রাগিণী ললিত-বিভীষ —তাল আড়াঠেকা । তিমির ঘোর যামিনী, ছ’লে অবসান । গুঞ্জরে ভুমরকুল, বিহঙ্গম করে গান। চন্দ্র অস্তমিত দেখি, কুমুদ মলিন মূখী, বিরহিণী কমলিনীর, হ’লে প্রফুল্প বয়ান । তৰুণ অৰুণ হেরে, তমোরাশি গেল দূরে, সবে জগদীশ স্মরে, গণও সুমঙ্গল গণন ॥ কাদ । ( চন্দ্রাপীড়ের দেহ নিরীক্ষণ করিয়া ) সখি মহাশ্বেতে ! আমি বিগত রাত্রে মনে করেছিলেম যে, হয়তো দেবতাগণ আমার ভীষণ শোকোপনোদনের কারণ ওরূপ বৃথা প্রবোধ দিয়েছিলেন, কিন্তু তা নয়, এই দেখ সই ! প্ৰাণেশ্বরের দেহ যেন সেইরূপ অবস্থাতেই আছে, কিছুমাত্র বিকৃত হয় নাই,-এখন আমার যথার্থ বিশ্বাস হলো যে,পুনৰ্ব্বার আমরা স্বনাথ হব । 관
পাতা:কাদম্বরী নাটক.djvu/৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।