পাতা:কাদম্বরী নাটক.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯხ: কদম্বরী নাটক । অবল কামিনী চয়, পতিধনে ধনী হয়, পতিহীন যেই তার মঙ্গল মরণ । কিবা কাজ অলঙ্কারে, পতি যার নাহি ঘরে, কিবা বেশ কিবা বাস, সব অকারণ । মছ । সই ! তুমি যে আমার ভগ্নি, তা এত দিনে সকলের নিকট প্রকৃতরূপে প্রত্যক্ষ হলো, কারণ জামরা উভয়েই সমভাব ভুঃখিনী যদি কখন সুখিনী হই তো এক কালেই হবে,— { মেঘনাদের প্রবেশ ।) হ মেঘনাদ । তোমার মুখমণ্ডল ওরূপ মলিন কেন? অভাগিনীদের অদৃষ্টে কি আরো কোন নুতন ভুঃখ বিধাতা লিখেছেন নাকি ? কাদ । তাইতে, মেঘনাদ । কি হেয়েছে ত্বরায় বল,— মেঘ। দেবি ! আমি যে বিষয়ের চিন্তায় দিবীরত্র মগ্ন, বিধাতা অবশেষে তাই ঘটিয়েছেন । কাদ । কি ভেঙ্গেই বল না,-আমাদের যে অত্যtছিত ঘটনা হয়েছে তার অপেক্ষা আর কি ভীষণ অাছে ? ভয় কি বল, আমাদের হৃদয় সাতিশয় কঠিন, নতুবা বিগত ভীষণ ব্যাপার সন্দর্শনেই বহির্গত হয়ে যেতে । মেঘ দেবি ! উজ্জয়িনী হতে মহারাজ ও মহিষী কুমারের বিলম্ব দেখে, সাতিশয় উদ্বিগ্ন হ’য়ে সেখান হতে লোক পাঠিয়েছেন,-আমি তো দূতগণকে আনুপূৰ্ব্বিক সমস্ত বোলেছি, কিন্তু তার বলে যে, “আমরা স্বচক্ষে রাজকুমারের