কদম্বরী নাটক । ჯპა অবিকৃত দেহ না দেখে কখনই রাজ্যে প্রত্যাগমন কোর্ব না, তা আপনাদের এ বিষয়ে কি অনুমতি হয় ? কাদ । মেঘনাদ ! যে বিষয় কেহ কখন কর্ণে শ্রবণ করে নাই, এ তাহার স্বচক্ষে না দেখে কিরূপে বিশ্বাস কোৰ্ব্বে ? আর র্যাকে ক্ষণকাল দর্শন করে আর চক্ষের অন্তরাল করা যায় মা, সে সুমধুর মূর্তি যার শৈশবাবধি দর্শন কোরেছে, অবশ্যই তাদের এ বিষয় দেখান উচিত, যাও তাদের সহকারে নিয়ে এসো | মেঘ। যে আজ্ঞা দেবি ! আপনার আজ্ঞা শিরোধাৰ্য্য। - [ প্রস্থান । কাদ। সখি ! এ সকল বৃত্তান্ত যদ্যপি পরিচারকগণ স্বচক্ষে দেখে গিয়েও শ্বশ্রীগণের নিকট কীৰ্ত্তন করে,তত্ৰাচ তারা কখনই এ সমস্ত বিবরণ কোন রূপেই প্রত্যয় করবে না, এখন কি উপায় করা যায়, যদ্বারা সকল দিক বজায় থাকে ? মহা । গুরুজনকে ছল বাক্য দ্বারা প্রতারণা করা উচিত নয়, কিন্তু কোন শুভ কাৰ্য্য সাধনের জন্য মিথ্যা কথায় কোন দোষ সম্ভূত হতে পারে না | কাদ। আচ্ছ, তোমার উপদেশ মতেই কাৰ্য্য করা যাবে, কিন্তু হায় ! পাছে দূত প্রমুখাৎ বার্তা শুনে, মিথ্য জ্ঞানে মহারাজ বা ঠাকুরণী সহসা প্রাণ পরিত্যাগ করেন, এই আমার সাতিশয় শঙ্কার বিষয় হোচ্ছে । ( মেঘনাদ সহকারে কতিপয় রাজদূতের প্রবেশ।) সকলে । দেবীগণ ! আপনাদের অভিবাদন করি ; মেঘনাদ মুখে যা শ্রত হলেম,এমন কথা জন্মাবধি কখন কুত্ৰাপি শুনি
পাতা:কাদম্বরী নাটক.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।