পাতা:কাদম্বরী নাটক.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓo কদম্বরী নাটক । নাই, প্রাণবায়ু বিনির্গত হলে যে আবার কর্দমময় দেহ পূৰ্ব্বভাবে থাকে, অনুগ্রহ পূর্বক আমাদের সে বিষয় প্রদর্শন করে ক্ষোভ পূর্ণ করুন । o ক দি । ( চন্দ্রাপীড়ের দেহাবরণ উন্মোচন করিয়া ) দূতগণ জগতে এরূপ প্রকার ব্যাপার কেহ কখন দৃষ্টি করে নাই,—তোমরা এই অত্যাশ্চৰ্য্য বিষয় সকলে স্বচক্ষে দেখে গেলে,—কিন্তু এ বিষম সংবাদ মহারাজের নিকট না কীৰ্ত্তন করে, তোমরা এইমাত্র বোলে যে, অচ্ছেদে সরোবরের নিকট কুমারকে দেখে এলেম, বিশেষ কাৰ্য্যে তিনি নিযুক্ত আছেন, কাৰ্য্য সিদ্ধি হ’লে, ত্বরায় বাট প্রত্যাগমন কোরবেন । জনেক দূত । দেবি । আপনি যে অভিপ্রায়ে ওরূপ বলছেন, তা আমরা বুঝতে পেরেছি, কিন্তু মহারাজ ও মহিষীর কুমারের প্রতি এত দূর স্নেহ যে, ওরূপ প্রতারণা বাক্যে বরঞ্চ বিপরীত ফল হবার সম্ভাবনা ৷ কাদ। (ক্ষণ বিলম্বে) সখি মহাশ্বেতে ! দূত অতি বিহিত কথা বোলেছে, আমি বিবেচনা করি যে, মেঘনাদ এদের সঙ্গে গিয়ে আৰ্য্যগণকে সমস্ত বিষয় সত্য কোরে বলুক, নতুবা হিতে বিপরীত হবার সম্ভাবনা । মেঘ। দেবি ! আপনি বিস্মৃত হলেন, আমার প্রতিজ্ঞ আছে যে, যাবৎকাল কুমার না প্রাণ প্রাপ্ত হন, তাবৎকাল আমরা বনবাসে কালাতিপাত কোৰ্ববো, তবে আমায় । কিরূপে এরূপ আজ্ঞা কোরছেন, সেইটে একবার বিবেচনা করুন |