পাতা:কাদম্বরী নাটক.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক । *} কাদ । যথার্থ মেঘনাদ, আমি সে বিষয় একেবারে ভূলে গেছি, ড যা হোক, কোন বিশ্বস্ত ব্যক্তিকে রাজধানীতে প্রেরণ কর, কারণ এক্ষণে নাথের জন্য অনুশোচনা করায় আরো অমঙ্গল আছে, সেইটী যাতে নিবারণ হয় তাই বোলে দিও। যে কাৰ্য্যের কারণ পরিণামে শুভ ফল আছে সে বিষTয়ের জন্য অনুতাপ করা অবিধি । ~ মেঘ। দেবি ! আমাদের সহকারে তরিত্বক নাম একজন বিজ্ঞ ও বিশ্বস্ত ব্যক্তি আছে, তাকেই দূতগণ সমভিব্যাছারে রাজধানীতে প্রেরণ কোরবো । কাদ । আচ্ছা, ও বিষয়ের ভার তোমার উপর অর্পণ কোলেম, যাহাতে কোনরূপ বিশৃঙ্খল। না ঘটে, তাহাই কর । দূত। দেবি ! আমাদের নয়ন আপনাদের চরণ সন্দর্শনে * চরিতার্থ হলো, এক্ষণে আমরা বিদায় হুই । কাদম্বরী। আচ্ছা, তোমরা শ্বশ্ৰুগণকে উত্তমরূপে প্রবোধ দিও, যাতে কোনরূপ বিপত্তি না ঘটে । দূত । আপনার আজ্ঞা শিরোধার্ঘ্য । [সকলের প্রস্থান ।