পাতা:কাদম্বরী নাটক.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*

  • }

কদম্বরী নাটক । ৭১ সখী । রাজ্ঞি। আপনি অনিশ্চিত বিপদাশঙ্কা কোরে কেন আপনার মনোকষ্ট বৃদ্ধি কোরছেন ? কুমারের কোন অত্যাহিত ঘটনা হবে না, এ আমি আপনাকে স্থির বেলছি, কায়মমে ভবানিপতির অর্চন করুন তা হ’লেই তিনি আপনার সৰ্ব্বত্র কুশলময় কেরবেন। রাগিণী পুরবী —তাল আড়াঠেকা। কায়মনে ভাব সেই নিত্য নিরঞ্জন । যোগেশ্বর যোগীবর, বৃষভ ৰাহন ৷ বাগাম্বর শৃন্দ্রিধর, শিরে শোভে জটাভার, তিনি বিশ্বের আধার, স্বষ্টি স্থিতি কারণ ! মনোদুঃখ দূরে যাবে, কমন পূরণ হবে, সব দুঃখ ঘূচাইবে যে পতিতপাবন। বিলা । সখি! অপত্য বিরহে প্রস্বতীর যে কি দুঃখ তা পুত্রবতীই জানে,-পতি বিরহ বরঞ্চ সহনীয়, কিন্তু পুত্রের বিরহ মায়ের প্রাণে সয় না,~~মহারাজ তে একেবারে শয্য শায়িত হয়েছেন । রাজ-বাচীর আর সেরূপ ঐ নাই,-সমস্তই যেন অনিচ্ছাক্রমে চালিত ছোচ্ছে, কিছুতেই সুশৃঙ্খলতা নাই । সখী । রাজ্ঞি ! আপনার সমস্ত কথাই সত্য বটে, কিন্তু দূতগণ ত্বরায় প্রত্যাগমন কোর্বে, তা হোলেই আপনার চিত্ত স্থির হবে । { মনোরমার দ্রুতবেগে প্রবেশ । ) মনে । সখি ! দূতগণের বৎসগণের সংবাদ এনেছে, শুনলেম, যে তারা উভয়ে অচ্ছেদ সরোবরের সন্নিকটস্থ বনে আছে । ( এই )