-e কদম্বরী নাটক। বিলা। হে ভগবান শূলপাণি ! দেখবেন যেন এই ভুঃখিনীগণ না মহাকষ্টে পতিত হয়, বৎসগণ যেন কুশলে থাকে | ( জনেক রাজদূতের প্রবেশ । ) দূত । রাজ মহুিষি ! প্রণাম হুই । বিল দূত ! ত্বরায় বৎসর্ণের সংবাদ বলে,—তার। - কি জন্য দশপুরী হতে পুনৰ্ব্বার অচ্ছেদ সরোবর সন্নিদ্ধ বনে প্রত্যাগমন কোরেছে ? আমার নিকট যে বৎস “ত্বরায় প্রত্যাগমন কৰ্ব্বো” বোলে গেছলো, তবে আবার কিজন্য এমন হলো ? — সেতো আমায় কখন ছল বাক্যে প্রতারিত করে নাই । দূত। দেবি ! আপনি উতল হবেন না কাদম্বরী সহ র্তার উভয়েই অচ্ছেদ সরোবরের নিকট আছেন,— বিলা । দূত ! তোমার কথায় আমার মনে নানা প্রকার । সন্দেহ হলো,-কাদম্বরী কে ? আমিতে কিছুই বুঝতে পারলেম না, স্পষ্ট কোরে বল । দূত। দেবি! আমি যা দেখেছি সমস্তই আপনাকে বোল্লেম । বিলা । হা দূত ! তোমার বচন ভঙ্গিতে আমার হৃদয় স্তম্ভিত হেয়ে আসছে, আমি যা মনে করেছি, তাই হয়েছে বুঝি ? হা বৎস চন্দ্রপীড়! (মূৰ্ছা ) মনে । পরিচারিক ! দেখ দেখ সখী মূৰ্ছ গেলেন, হায় সখি ! তুমি একেবারে এমন হয়ে পোড়লে ? 该 (রাজা তারাপীড় ও শুকনাসের প্রবেশ । ) তারা । কৈ দূত কোথা ? আমার নয়নতার অন্ধের অবলম্বন চন্দ্রাপীড় কোথা ? সে এখনো এলো না কেন ? হ !
পাতা:কাদম্বরী নাটক.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।