পাতা:কাদম্বরী নাটক.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক 4t একি ? মহিষী মূৰ্ছা গেছেন ? ( মুখে জল সিঞ্চন করিয়া) মহিৰি ! গাত্ৰোথান কর, কেন কি ছোয়েছে? চন্দ্রাপীড়ের সংবাদ এসেছে, আর চিন্তা কি ! বিলা । ( মূৰ্ছাপনোদনে ) হ' বৎস! এ দুঃখিনী তোমায় অধিক স্নেহ কোৰ্বতে বলে, তাই আমাকে পরিত্যাগ কেরলে ! রে দগ্ধবিধে ! এই কি তোর উচিতমত কাৰ্য্য ২হলো ? প্রস্বতীর মনে এরূপ ভুঃখ দেওয়া কি উচিত হলো ? হায় ! আমি পূৰ্ব্বজন্মে এমন কি মহাপাপ কোরেছি, যে সেই জন্য আমায় এমন শোক সাগরে নিমগ্ন কোৱলি ? শুক । মহিষি ! মহারাজ ! আপনারা মনোরমাকে নিয়ে ঐ তপোবন লতাকুঞ্জে যান, আপনাদের কোন চিন্তা নাই, হয় তো কোন সামান্য বিপদের কারণ বৎসগণ প্রত্যাবর্তন করতে পারে নাই, সে কি আমি অগ্ৰে শুনি, তৎপরে আশু প্রতিকারের উপায় করবো। - তারা । আচ্ছ শুকনাশ ! তোমার কথাই আমর পালন করছি, কিন্তু যদি বৎসগণের কোন বিপদ ঘটনা হয়ে থাকে, তা হলে আমরা কেহই আর এ জীবন রাখবে না, এসে মহিষী, মনোরম এসে । [প্ৰস্থান । শুক । ( বক্ষে হস্ত দিয়া ) দূত ! যেরূপ দেখে এসেছ, ঠিক সেই সেই রূপ বল, বর্ণমাত্র অন্যথা করেন । ভুত । এই তরিত্বক আস্ছে, ওর মুখে সমস্ত শ্রবণ করুন, আমি এক্ষণে নিষ্কান্ত হুই । - [প্রস্থান !