§ ੈ। নাটক । দূর করুন, তৎপরে পরিচয় প্রদানে কৃতাৰ্থ করবেন, আমুন অগ্রে উপবেশন করুন। (উভয়ের শিলাতলে উপবেশন) চন্দ্র। ভগবত। জনশূন্য ভীষণ জীবনহন্ত জন্তুসঙ্গুলপথবিহীন অটবীতে আমায় দৃষ্টিমাত্রে যখন এতদূর স্নেহ ভাষে পরিচয় জিজ্ঞাস করলেন, জগৎসংসার মধ্যে এমন নৃশংস জুরাত্মা কে আছে, যে আপনর এতাদৃশ প্রেমপূরিত বাক্যে মোহিত না হয়ে থাকতে পারে? শূলপাণির অর্জন করে, অনশনে থেকে, আপনার শরীর সাতিশয় স্বেদসংযুক্ত হয়েছে, অগ্ৰে কিঞ্চিৎ আহার করুন, তৎপরে এ অধীনের পরিচয় গ্রহণ করবেন, এবং জিজ্ঞাসায় যদি কোন দোষ না না থাকে, তা হলে আপনার এতাদৃশ তরুণ বয়ক্রমে সংসার ধৰ্ম্ম ত্যাগ করণের অভিপ্রায় ব্যক্ত করে আমার ক্ষেভার্থ অন্তঃকরণ তৃপ্ত , করবেন । মহ। মহাশয়! পাশুপত ব্রতধারিণীর পক্ষে সামান্য বুভুক্ষ ক্লেশকর বা কষ্টদায়ক নহে। যাহা হউক, অগ্রে আত্ম পরিচয়ে আমায় চরিতার্থ করুন, তৎপরে আমার গ্রহণ করবেন। চন্দ্র । ভগবতি । উজ্জয়িনী সাম্রাজ্যের অধিপতি তারাপীড়ের আমিই একমাত্র সন্তান,আমার নাম চন্দ্রপীড়। যৌবরাজ্যে অভিষিক্ত হয়ে দিগ্বিজয় মানসে অসংখ্য সহচর ও সৈনিক সহকারে বহির্গত হই। স্কন্ধাবার হতে মৃগয়ার্থে আগুসার করে একটা কিন্নর মিথুন বন্দী করণের প্রত্যাশায়, এই নিবিড় বনমধ্যে প্রবেশ করি। বহুবিধ পরিশ্রম করেও তাদের বন্দী করতে অক্ষম হয়ে ঐ সরোবরের তীরে উপস্থিত হই,—এস্থান আমার পরিচিত নহে, এ কারণ “কিংকৰ্ত্তব্য বিমূঢ় হয়ে বিষাদ চিন্তাসাগরে নিমগ্ন ছিলেম, এমন সময়ে আপ
পাতা:কাদম্বরী নাটক.djvu/৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।