পাতা:কাদম্বরী নাটক.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պի- কদম্বরী নাটক । তরি। দেব পুণ্ডরিক ও চন্দ্রমা উভয়ে পরস্পরের অভি- “ সম্পাতের কারণ বারম্বার পৃথিবীতে জন্মগ্রহণ করেন, ত্বরায় তারা উভয়েই জীবন প্রাপ্ত হবে, নতুবা মরণের পর আবার যে এই দেহ অবিকৃত থাকে, এ কে কোথায় দেখেছে ? শুক। তরিত্বক ! এ সকল বিষয় এত দূর অসম্ভবনীয় । যে স্বচক্ষে দেখলেও সব স্বপ্ন কম্পিতের ন্যায় বোধ হয়, অত- T এব আমি মহারাজকে সমস্ত কীৰ্ত্তন করিগে, তার পর তার অভিপ্রেত মত কাৰ্য্য করা যাবে । তরি । আপনার যেরূপ অভিরুচি | শুক। তবে তুমি বিশ্রাম গৃহে গমন কর। তরি । যে আজ্ঞ | - [ প্রস্থান । শুক । ত্বরিতকের বৃত্তান্ত যদ্যপিও কম্পিত গল্পের ন্যায় - বোধ হয়, কিন্তু তত্ৰাচ সমস্তই সম্ভব্য,–মহিষি ও মনোরম গর্ভবতী হবার পূৰ্ব্বে উভয়েই চন্দ্র ও পুণ্ডরিক স্বপ্নে দেখে,— যাক আর বিলম্বে কৰ্ব্বোমী, শোক সন্তপ্ত মহারাজা, মহিষী ও মনোরম সকলকে প্রবোধ দিইগে । [ প্রস্থান ।