ফাদশ্বরী নাটক । ৭৯ ষষ্ঠ অঙ্ক। প্রথম গর্ভস্ক | দৃশ্য \ অচ্ছেদ সরোবর তীরস্থ আশ্রম | (উচ্চ্যাসনে চন্দ্রাপীড়ের মৃতদেহ বসনাবৃত স্থাপিত । ) ( কাদম্বরী মহাশ্বেত তরলীক অসীনা। ) কাদ। কৈ দেব কপিঞ্জল যে আজও এলেন না ? মছ । সইরে । যতকাল অদৃষ্টে কষ্ট থাকে, ততকাল কিছুতেই আর শুভ হয় না । তর । দেবি ! আপনাদের উভয়ের পতিপরায়ণত ও সহিফুতা গুণে সমস্ত জগত স্তম্ভিত হয়েছে, বহুকাল অতীত করেছেন, সুদ্ধ আর সামান্য সময়ের জন্য উৎকণ্ঠিত হবেন না । কাদ। যথার্থ, সখি তরলিকা যা বলেছে, আমারও আজি কয়েক দিন সেইরূপ বোধ হচ্চে, ক্রমে ক্রমে প্ৰাণেশ্বরের দেহ যেন আরো দৈব জ্যোতিতে আবরিত হচ্ছে, প্রভাতীয় প্রভাকরের ন্যায় ক্রমে ক্রমে ও র শরীর হতে দিন দিন যেন অপূৰ্ব্ব লাবণ্য নির্গত হচ্চে, ক্ষণকাল নিরীক্ষণ করে দেখলে বোধ হয় যেন আমার মুখ পানে চেয়ে মৃত্যু হাস্য করেন । (জনেক পরিচারীকার প্রবেশ।) পরি। দেবি ! মহারাজ তারাপীড়, মহিষী বিলাষবতীর মন্ত্রীপ্রবর শুকনাশ ও দেবী মনোরম দাস দাসী ও প্রজাগণ
পাতা:কাদম্বরী নাটক.djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।