* ● কাদম্বরী নাটক সহকারে কুমারের দেহ সন্দর্শনে এসেছেন,- আপনাদের অনুমতি হলে আশ্রমাভ্যন্তরে প্রশ্লষ্ট হন । কাদ । যাও, ত্বরায় শ্বশ্ৰুগণকে নিয়ে এসে । তরি । ষে অজ্ঞা দেবী । [ প্রস্থান । মহা । সই! অবগুণ্ঠনাবৃত হয়ে বসে । ( উভয়ের অবগুণ্ঠনরিত হওয়া ) ( অসুলায়ীত বেশে বিলাষবতী ও মনোরমা, পশ্চাতে তারাপীড় ও শুকনাশের প্রবেশ। ) বিলা । কৈ আমার বৎস কোথায় ? (আবরণ উন্মোচন করিয়া ) বাবা ! তুমি কোথা গেছ ? হায় হায়! কমল কুবলয় কঙ্কার ভুগ্ধফেণনিভ শুভ্র স্বর্ণপালঙ্কোপরি শয্যায় তোমার নিদ্র হতে না,—এখন তবে কেমন করে তুমি এই শীলাখণ্ডে নিদ্রা যাচ্ছে? বাবা ! তুমি যে আমার অনেক যত্বের ধন,— কত শত যাগ যজ্ঞ প্রভৃতি ধৰ্ম্মকাৰ্য্য করে তোমায় লাভ করেছি তবলা যায় না,- একবার চাদমুখে মা বোলে ডাক, আমার তাপিত প্রাণ সুশীতল হোক,— কাদ। হা নাথ ! জননীর এ ভুঃখ আমায় দেখতে হলো, ছে জীবিতেশ্বর ! তুমি কোথায় আছ এ দাসীকে ডেকে নাও,( মুহুঁ )— তারা । মহুিষি ! দেখ দেখ বন্ধুমতি তোমায় শোকাভিভূত দেখে মূৰ্ছা গেলেন । বিলা ! কৈ ম৷ কোথায় ? (ক্রেড়ে লইয়) আহ৷ ই রাজন! দেখুন বধুমাতা যেন মাতঙ্গপদ-দলিত কোমল কমল লতিকের
পাতা:কাদম্বরী নাটক.djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।