পাতা:কাদম্বরী নাটক.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী নাটক। *為・ ন্যায়, একেবারে ধরাশায়িনী হয়েছেন,-হায়! আমাদের কি ভুরদৃষ্ট ! মহা হরিষে বিধাতা কেন এমন নিদারুণ বাদ সাধলে ? তারা। মহিষি জগতপাতার অত্যাশ্চৰ্য্য কীৰ্ত্তি দেখে আমি স্তম্ভিত হয়েছি,-আমি আজ অবধি কোন অশ্রুত ঐশ্বরীক ব্যাপার শুনলেও কখন অবিশ্বাস যাবে না, তার পক্ষে স্বভাবের স্থিরকৃত নিয়ম লঙ্ঘন করাও আশ্চৰ্য্য নয় । বিলাস । রাজনৃ! আমার হৃদয় শোকে বিদারিত হচেছ, যাকে আমি বিবিধ হীরকালঙ্কারে বিভূষিত করে রাজপ্রাসাদে শোভান্বিত করতেম, এবং যার উদ্বাহের মঙ্গলময় ধুনিতে সমস্ত রাজ্যে ব্যাপৃত হতো, সেই আম্পদের বন্ধুমাতাকে বৈধব্যদশগ্রস্থ তাপসী দেখতে হলো ? মা! একবার ওঠে, আমার সঙ্গে কথা কও, আমার কাঙ্গলের ধন যাতে প্রাণ প্রাপ্ত হয়, তাই কর । - কাদ। (মূৰ্ছাপনোদনে ) হাঃ ! মা! আমি কি নিদ্র গেছলেম ? তারা । বৎসে ! অপেক্ষণ স্থির হও, অগ্রে বিস্তারিত মনোভাব সমস্ত সংযত কর, তৎপরে বাক্য প্রয়োগ করে । কাদ। (অধোমুখে) মা! পিতঃ ! আপনাদের চরণে আমার প্রণাম | সকলে । বৎসে । শীঘ্ৰ তোমার আইয়ত্ত পুনঃপ্রাপ্ত হও । [সকলের প্রস্থান । কাদ। অর্ষ্যগণ ! আগ্রে আপনার সকলে আমাদের শিল। . গহ্বর দেখে শ্রান্তি লাভ করবেন চলুন, তৎপরে যাহা বিহিত করা যাবে । •o ( ; )