পাতা:কাদম্বরী নাটক.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty९ কাদম্বরী নাটক । দ্বিতীয় গর্ভাস্ক । দৃশ্ব l কাদম্বরীর আশ্রম | (কদম্বরী মদলেখা আসীন। ) কাদ । মদলেখে ! মদনোৎসব কাল পেড়েছে বোলে - নেপথ্যে কে যেন বসন্তসূচক গীত গাচ্ছে,—আমরা সকলে এই মহ শোকসাগরে নিমগ্ন, এমন সময় কে ওরূপ গান গাচ্ছে ? মদ । দেবি ! আমার বোধ হোচ্ছে যে ও স্বর দেবী মহাশ্বেতার,→ কাদ। মদলেখা পাগল হেয়েছিস ? প্রিয়সখী স্বামী বিরহে এতাবৎ কাল কি ভাবে কালাতিপাত কোরছে, তার কি এখন সঙ্গীতের সময় ? মদ । আচ্ছ। সখি, আমি দেখে আসি । প্রস্থান । কাদ। (স্বগতঃ) হয় ! কত দিলে যে নাথের শাপ বিমোচন হবে, তার আর স্থির নাই, আমি কি অভাগিনী যে এই মধুমাসে স্বামী স্বত্তে, এই বিরহ বেদনায় যন্ত্রণ পাচ্ছি ? (চন্দ্রাপীড়ের আবরণ উন্মোচন করিয়া কপাল চুম্বন পূর্বক ) প্ৰাণেশ্বর ! আমি আর এরূপ ভাবে থাকতে পারি না! তোমার জন্য আমার যে কি হোচ্ছে, তা বোলতে পারি না,-নাথ ! একবার ওঠে,—এই দাসীর সহ একবার কথা কও, উঃ ! কি যন্ত্রণা,-কৈ নাথ কথা রাখলেন না ? তবে কি অভাগিনীকে আপনি ভালবাসেন না ?