কাদম্বরী নাটক। krS° ( চন্দ্রাপীড়ের গাত্রেশখন করণ । ) কাদ । নাথ ! চন্দ্র । অয়ি সরলে ! ভয় কি ? অদ্য আমার শ'পাবসান হয়েছে, (চিবুক ধরিয়া ) হৃদয়-রঞ্জিনি! তুমি আমার যা করলে তা এ আমার জীবজীবন স্মরণ থাকবে, কদাচ বিস্তৃত হবে না, আর চিন্তা কি ? এবারে আর আমাদের জীবন স্বত্তে বিচ্ছেদ হবে না । (মদলেখার প্রবেশ । মদ । ( চন্দ্রপীড়কে দেখিয়া ) ওমা ! দেবি ! অীর কি, এই যে ঠাকুর-জামাই পুনর্জীবিত হয়েছেন। মা ভগবতি । তোমার চরণে প্রণাম করি,—সই ! আমি এ শুভ বার্তা সকলকে বলিগে । ( পুণ্ডরিক, কপিঞ্জল, মহাশ্বেত ও তরলীকার প্রবেশ । ) চন্দ্র । হা বয়স্যগণ ! এসে আজ আমাদের পরম আহিলাদের দিন । পুণ্ড। কুমার! আমাদের অদৃষ্টের কি ফের । যা হোক, আমাদের জন্য যে এই কুলকামিনীগণ এতাদৃশ কঠিন ৰুষ্ট সাধন করেছে, এদের ঋণ কি দিয়ে পরিশোধ কৰ্ব্বে ? ( নেপথ্যে ) বৎসগণ ! সে চিন্তা তোমাদের করতে হবে না । (চিত্ররথ, হংস, মদির ও গৌরী অপসর তৎপশ্চাৎ তারাপীড়, শুকনাশ, বিলাসবতী ও মনোরনার প্রবেশ ) চন্দ্র ও পুণ্ড । আমরা আপনাদের প্রণাম করি। —
পাতা:কাদম্বরী নাটক.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।