*数 “..." কাদম্বরী নাটক। বিলাস । বাবা চন্দ্রপীড় ! তুমি যে কে তা আমি জামূতেম না, বাবা ! তোমায় গর্ভে ধরে আমি চরিতার্থ হয়েছি। তার । বৎস! আমার কথা শোন, তোমার বদন পুনঃ সন্দর্শন ও বচন শ্রবণ কোরে, অামার ঐহিকের সমস্ত সুখ অনুভূত হয়েছে, আর কিছুমাত্র বাঞ্ছা নাই, সুদ্ধ আমার এই বক্তব্য যে, গন্ধৰ্ব্বরাজ ও মহিষি তোমাদের বধৃমাতাগণ সহ প্রকাশ্ব্যরূপে পরিণয় দেন, আমি এই স্থানে তপ সাধন কোৰ্বতে মানস কোর ছি, আর শুকনাসের অনন্য গতি নাই, তা তোমাদের আশীৰ্ব্বাদ দিলাম, যে বন্ধুমাতাগণ সহ সুখে রাজ্য করগে । বিলা। হ্যা বাবা! আর আমাদের কোন বাঞ্ছা নাই, বৎস পুণ্ডরিক সখী মনোরমে ও আমার সহ রইলো দেখো আমার চন্দ্রাণীড় যেন কোন কষ্ট পায় না । তার। । গন্ধৰ্ব্বরাজ ! বৎসে কাদম্বরী ও মহাশ্বেতার উভয়েয় পতিপরায়ণত সন্দর্শন কোরে আমি যথেষ্ট পরিতোষ লাভ করেছি, অধিক বলা বাহুল্য আমি বৎসগণকে তোমা দের হস্তে অপর্ণ কোল্লেম, সাদরে ওদের পালন কোরে । শুক । তাই চলুন, আসুন মহিষী । - - [ সকলের প্রস্থান 1 যবনিক পতন । Printed by B. Mí. Bhattachariya, 115 Chitpore road.
পাতা:কাদম্বরী নাটক.djvu/৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।