পাতা:কাদম্বরী নাটক.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী নাটক & নার সুমধুর সঙ্গীত ও বীণাবাদন শ্রবণ করে, এই শূলপাণির মন্দির নিকটে আগমন করেছি, এইত আমার প্রকৃত পরিচয় দিলাম, এক্ষণে আপনার যাহা অভিরুচি করুন । মহা । রাজকুমার! আত্মপরিচয় এমন সরল ভাবে প্রদান করেছ যে, তাতে আর কাহার অনুমাত্র সংশয় জন্মিতে পারে না। এতাদৃশ সরলতায় সাতিশয় পরিতোষ লাভ করেছি, যদ্যপি এ হতভাগিনীর পরিচয় শ্রবণ করবার বাঞ্ছা থাকে, তা হলে, ক্ষণকাল আমার এই আবরণ শূন্য আশ্রমে অবস্থান করুন, তৎপরে আমি ভূরায় আগমন করে আপনকার তৃপ্তি সাধন করবো । & { মহাশ্বেতার প্রস্থান । চন্দ্র। (স্বগতঃ) যথার্থ, অদৃশ্য ভবিষ্যতের কি অসাধারণীয় মহিমা ? যখন কিন্নর মিথুনের পশ্চাদমুসরণ করি, তখন জানতেম না যে, এই বিজন অটবীমধ্যে দেব দেব শূলপাণির মন্দিরে এই দেবকন্যার সনদর্শন লাভ করে জীবন ও মন পরিতৃপ্ত হবে । অগ্ৰে যদি কেহ একথা সুচনা করতে, তা হলে তাকে বাতুল বলে পরিগণিত করতেম। যাহা হউক, কন্যা প্রত্যাগমন করলে, তার জীবন বৃত্তান্ত অবগত হয়ে, মনের ক্ষোভ পুর্ণ করি। (চতুর্দিক অবলোকনান্তে) আহা! আজকাল স্বভাব কি অত্যুৎকৃষ্ট রমণীয় শোভ-বিশিষ্ট হয়েছে ? শীতের হিমানীর পর মাৰ্ত্তণ্ড কিরণ ক্রমে উষ্ণত ভাব ধারণ করাতে, তরুগণ চিরসখী প্রভাকরের পূর্ণ বল প্রাপ্তি দেখে, আহ্বাদে পুলকিত হয়ে,প্রত্যেক শুষ্ককাষ্ঠহতেও নুতন কোমল সবুজ বর্ণের প্রবল ও শাখা বাহির করে, বন্ধুর মন সন্তোষার্থে উপহার স্বৰূপ অঞ্জলি দিতেছে ? প্রবাস হতে বহুদিনের পর প্রাণেশ্বর গৃহে প্রত্যগমন করলে যেমন সরলচিত্ত ধৰ্ম্মপরায়ণী সতী গৃহস্থ বধু বাহু প্রসারণ