উপহার । পরম প্রণয়াম্পদ । শ্ৰীযুক্ত বাবু বিহারি লালগুপ্ত সি,এস্ । প্রিয় বন্ধো ! বাল্যকালাবধি আমরা পরস্পর অকৃত্রিম প্রণয়-সূত্রে আবদ্ধ আছি । দুঃখের সময় তোমার প্রবোধ বাক্য দ্বারা দুঃখের লাঘব, ও সুখের সময় তোমার উৎসাহ বচন দ্বার সেই সুখ দ্বিগুণিত হয় । স্থতরাং এবম্বিধ মিত্র সমক্ষে হৃদয় দ্বার উদযাটন করা, সৰ্ব্বতোভাবে কর্তব্য । তুমি আত্মোন্নতি ও দেশোমতির উদ্দেশে প্রায় সাৰ্দ্ধত্রয় বৎসর কাল সুদূর, দুর্গম-সাগর-পারস্থিত রাজ-ভূমি ইংলণ্ড দেশে অবস্থান করিয়াছিলে । জন্মভূমির উপর তোমার এতদূর আসক্তি, যে সহস্ৰ ক্রোশ দূরে থাকিয়াও ইহাকে বিস্মৃত না হইয়া বর্তমান বঙ্গ ভূমির প্রকৃত অবস্থা জ্ঞাত হইতে ঔৎসুক্য প্রকাশ করিয়াছিলে । আমিও তোমার সেই বাসন পরিপূরণার্থে বহু যত্ন পুরঃসর এই দৃশ্ব-কাব্য কুহুম প্রস্তুত করিয়াছি। এক্ষণে তুমি জগৎপাত জগদীশ্বরের কৃপায় সিদ্ধ মনোরথ হইয়া স্বদেশে প্রত্যাবর্তন করিয়াছ, আমিও উপযুক্ত অবসর প্রাপ্ত হইয়া, প্রিয়দর্শন ! তোমার কোমল-করপল্লবে আমার এই “ সাক্ষাৎ-দৰ্পণ ” অর্পণ করিলাম। ইহা তোমার পক্ষে অনুপযুক্ত হইলেও সূৰ্য্যরশ্মি সংযোগে কমলিনী প্রস্ফুটনের ন্যায় আমার এই মনোদ্যান কুহুম তোমার সস্নেহ দৃষ্টি পাতে যে অপূর্ব শ্ৰীধারণ করিবে তাহাতে অনুমাত্ৰও সংশয় নাই । তোমারই—
পাতা:কাদম্বরী নাটক.djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।