পাতা:কাদম্বরী নাটক.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাক্ষাৎ দর্পণ নাটক। কলিকাতা হরিশ বাবুর বৈঠকখান । বাবু অসীন । ( সাংসারিক খরচের হিসাবাদি সম্মুখে ) হরিশ । ( স্বগত ) ইঃ । এ ব্যাটাদের আর কিছু না, কেবল ফাঁকি দেবীর পন্থা । ওরে নিমে, নেপথ্যে । অণজ্ঞে যাই । ( নিমের প্রবেশ । ) হরিশ। একবার তামাক দে ; অর্ণর ওন্নি ঘোষ জীকে ডেকে দে । ( নিমের প্রস্থান । ) হরিশ । (স্বগত) ছেলে বাবুদের বাবুয়ানা চালু দেখে, আর বঁচি যায় না। ষ্টিক, টকিং, ৰুমাল নইলে বাবুদের বেরোনো হয় না । আবার হাপ্ত ষ্টকিং! হাঁপ ষ্টকিং পায় দেওয়া নয় তো ; যেন পায় একটু ন্যাকড়া জড়ান ! এ ন্যাকড়া জড়িয়ে যে কি হয়, তাভো বলতে পারিনে। অামাদেরত এক কাল ছিল । আমরাও ইয়ং বেঙ্গল ছিলাম। এ ছাপ্ত ষ্টকিনের নামও তো কখন শুনিনি । যিনি পেটে (क)