পাতা:কাদম্বরী নাটক.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. সাক্ষাৎ দৰ্পণ নাটক । খেতে পান্‌ না, তিনিও কেঁচার ফুলট ধোরে হাপ্ত ষ্টকিং পোরে বেড়ান্‌ ৷ কিছু হোকু আর নাই হোক, ইংরেজদের মুল্ল ক হোয়ে, ছেলেগুলো বয়ে গেল । ছেলেদের বিদ্যেত বড়। আর্কড়ি। বিদ্যে, কিন্তু অনুষ্ঠানটুকু বিলক্ষণ । মাসে মাসে স্কলের মায়িনে দেও, নতুন নতুন বই দেও, কাপড় দেও, জুতা দেও, চাদর দেও, তার পরে ছেলে বড় হলো, হয়ে মদৃ মাংস খেতে অগ্রস্ত কল্লেন্‌ ! বাপু মীর প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, অর্ণর ভয়ানক গোয়ার হয়ে উঠলেনৃ! · সকলকেই তৃণবৎ বোধ কেৰ্ত্তে লাগলেন । গেল গেল, ংসার গেল !! অীর হবেই ত, এইতে কলির প্রথম বইতে না, তারো কত কি হবে!!! ( জম্ভণ ) ( ঘোষজণর প্রবেশ ) ঘোষ । মশাই, আমাকে কি ডেকে ছিলেনৃ ? হরিশ । হণ, স্থা, এতক্ষণ হচ্ছিল কি ? ঘোষ । অজ্ঞে, বাজারের খরচটা চুক্ৰয়ে দিচ্ছিলীম্‌ ! হরিশ । ( ঘোষজণর প্রতি হিসাবের ফর্দ নিক্ষেপ করত ) - ওটা কি লিখেছ ? ঘোষ । (চস্ম গ্রহণ করত ) অজ্ঞে এটা— মেজো বাবুর হপি ছাপ — হরিশ। হা লুম্! ওটা নয়, ওটা নয় ; ওখানে বোসে কেবল হাপাপ কোচ্ছেনৃ, ওটাত “ হাঁপ টিকিং ” । ওর নিচেটা পড়ো । ঘোষ । (চস্মার দ্বারা স্পষ্টরূপে দৃষ্টিপাৎ করত )—অজ্ঞে ওটা পালিকভাড়া, ছ—আনা । হরিশ। কারপোলিক ভাড়া? ঘোষ । কেন, আপনার ।