পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী খাইলে সামান্ত যা বাকি থাকিত, সেটুকুই মাত্র নিজে খাইতেন । এইভাবে দিন যায়। একদিন সবে মাত্র ভোর হইয়াছে চন্দ্র অস্ত গিয়াছে, গাছের সমস্ত পার্থী কলরব করিয়া খাদ্যের সন্ধানে বাহির হইল। পার্থীর ছানাগুলি যে যাহার বাসায় রহিয়াছে, আমি বাবার কাছে বসিয়া আছি, হঠাৎ শিকারীদের কোলাহল শুনিতে পাইলাম। সঙ্গে সঙ্গে সিংহ, বাঘ, ভালুক প্রভৃতি ভীষণ গর্জনে বিবাট বন কাপাইয়৷ ছুটাছুটি করিতে লাগিল । আমি ভয়ে বাবার পাখার নীচে লুকাইয়৷ রহিলাম। অনেকক্ষণ পর গোলমাল থামিল, বিশাল বন নিস্তব্ধ হইল । আমি আস্তে আস্তে বাবার পাখার নীচ হইতে বাহির হইয়। দেখিলাম, আমাদের গাছটার নীচেই কয়েকজন । শিকারী বসিয়া কথাবাৰ্ত্ত বলিতেছে । তাহারীও কিছুক্ষণ পরেই চলিয়া গেল । একজন বৃদ্ধ শিকারীর কাছে পশুপক্ষী কিছুই দেখিলাম। না, বোধ হয় লোকটা সেদিন কোন-কিছুই শিকার করিতে পারে নাই । সে কিন্তু অন্যান্ত শিকারীর সঙ্গে গেল না, গাছরে নীচে ঠায় দাড়াইয়া রহিল । সকলে দৃষ্টির বাহিরে চলিয়া গেলে শিকারী আমাদের গাছটা উপর হইতে নীচ পৰ্য্যন্ত একবার ভালমত দেখিয়৷