পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী কারণ জিজ্ঞাসা করিলেন । রাণী কোন উত্তর দিলেন না। রাজার মিষ্ট কথায় তাহার দুঃখ দ্বিগুণ বাড়িল, চক্ষের জল বাধা মানিল না। রাজা অনেক চেষ্টায়ও রাণীকে শাস্তু করিতে পারিলেন না । বাণীব এক সৰ্থী রাজাকে বলিল ; মহারাজ, আজ চতুৰ্দ্দশী। বাণী গিয়াছিলেন মহাদেবেব মন্দিরে পূজা দিতে। সেখানে মহাভারত পাঠ হইতেছিল । তাহাতে শুনিলেন, নিঃসন্তান পিতামাতার ইহলোকে ও সুখ নাই, পরলোকেও মুক্তি নাই। পুত্র ন৷ জন্মিলে পুং-নামক নরকে যাইতে হয় । ইহা শুনিয়াই বাণী যেন বড় আনমনা হইয়া উঠিলেন। অন্তঃপুরে মাসিয়া সেই যে এখানে বসিয়া চক্ষের জল ফেলিতেছেন, এখনও তার বিবাম নাই। আমরা সকলে কত বুঝাইলাম কিন্তু তিনি নাওয়া-খাওয়৷ কিছুই করিলেন না, একটা কথাও বলিলেন না । শুনিয়া রাজারও বড় দুঃখ হইল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন ; শোনে। রাণী, যাহা ভগবানের হাতে তাহাব জন্য দুঃখ বা শোক করা অন্যায়। একমাত্র তিনিই মানুষের সকল কামনা পূর্ণ করিতে পারেন। র্তাহার কাছে একান্ত মনে প্রার্থনা কর । রাজার অাদরে ও স্নেহপূর্ণ কথায় বিলাসবর্তী কিছুট। শাস্ত হইলেন । সেদিন হইতে র্তাহার প্রধান