পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী বাজবাড়িতে আনন্দেব বোল পড়িয়া গেল। ঠিক একষ্ট সময়ে মনোরমাব ও গর্ভসঞ্চার হইল । তারপর এক শুভদিনে বিলাসবতীর একটি পুত্র জম্মিল । এই সংবাদে নগরবাসীদের আহলাদের সীমা রহিল ন । রাজবাড়িতে উৎসবেব ঘটা : ঘবে ঘরে নাচ গান ; রাজ্যময় সাড়া পড়িয়া গেল ! লাজ। দীন-দুৰ্গী অনাথ-অতুরকে তুষ্ট হাতে দান কবিতে লাগিলেন । তাশার অতিৰিক্ত দান পাইয়া * তার প্রাণ ভরিয়া বাজকুমারকে আশীৰ্ব্বাদ কবিতে লাগিল। কারাগাবেৰ কয়েদীরা মুক্তি পাইয়া বাজকুমারের দীৰ্ঘ জীবন কামনা কবিল । বাঞ্জ পুত্রেব মুখ দেখিবেন, গণকেরা শুভলগ্ন স্থির করিয়া দল বাঞ্জা মন্ত্রীব সহি জল ও আগুন ছু ইয়া আঁতুড়ঘষে শিশুর মুখ দেখিলেন । ঘলেব চারিদিকে তখন নানারূপ মঙ্গলকার্য্য তইতেছিল। বাজা পুত্রমুখ দেখিবার সঙ্গে সঙ্গে চাবিদিকে হুলুধ্বনি হইল, মঙ্গল-শঙ্খ বাজিয়া উঠিল। শিশুর মুখ দেখিয়া বাজ ও মন্ত্রীর আনন্দের সীমা রঙ্গিল না । শুকনাস শিশুব শরীরে নানারকম রাজচিহ্ন রাজাকে দেখাইলেন । এই সময়ে মন্ত্রীর বাড়ি হইতে সংবাদ আসিল, মনোরমারও একটি ছেলে হইয়াছে। রাজা আনন্দে বলিয়া উঠিলেন ; “আজ কি শুভদিন । বিপদের সঙ্গে বিপদ আর সম্পদের