পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী সঙ্গে সম্পদ আসে, এই যে একটা চলতি কথা আছে তা মিথ্যা নয়। চল, এখন তোমার বাড়িতে আনন্দোৎসব করিতে যাই । রাজা ও শুকনাস মনোরমার ছেলে দেখিতে চলিয়া গেলেন । দশম দিনে রাজপুত্র ও মন্ত্রিপুত্রের নামকরণ উৎসব হইল । রাজা স্বপ্নে পূর্ণচন্দ্রকে রাণীর মুখে প্রবেশ করিতে দেখিয়াছিলেন, রাজপুত্রের নাম হইল চন্দ্রাপীড়। শুকনাস রাজার সম্মতি লইয়া পুত্রের নাম রাখিলেন বৈশম্পায়ন । রাজপুত্র ও মন্ত্রিপুত্রের শিক্ষার বয়স হইল। রাজা রাজধানীর পাশে শিপ্রা নদীর তীরে এক বিদ্যালয় নিৰ্ম্মাণ করাইলেন । উহার এক পাশে অশ্বশাল, অপর পাশে ব্যায়ামশালা তৈরী হইল। নানা শাস্ত্রে সুপণ্ডিত শিক্ষকের নিযুক্ত হইলেন। মহারাজ তারাপীড় শুভদিন দেখিয়া চন্দ্রাপীড় ও বৈশম্পায়নকে বিদ্যালয়ে পাঠাইলেন । সুশিক্ষার গুণে অল্প দিনেই রাজপুত্র সমস্ত শাস্ত্রে সুপণ্ডিত হইলেন। রীতিমত ব্যায়াম করিয়া তাহার শরীর সুগঠিত হইয়া উঠিল। যে মুগুর দশজন বলবান লোকে তুলিতে পারিত না, তাহ। তিনি অনায়াসে একহাতে তুলিতেন। অস্ত্ৰ-বিদ্যায়ও তাহার খুব দক্ষত। জম্মিল । বৈশম্পায়ন ব্যায়াম సిస్ట్రీ