পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী বাহিবের সামন্ত রাজার বাজকুমারকে দেখিয়াই জয়ধ্বনি করিয়া উঠিলেন । বলাহক তাহদের প্রত্যেককে রাজকুমারের সহিত পরিচয় কব ইয়া দিল । বাজকুমারও প্রত্যেককে মধুর কথায় তুষ্ট করিলেন । বন্দীর সুস্ববে লাজকুমাবের স্তুতিপাঠ করিতে লাগিল । ভূত্যের রাজপুত্রের মাথায় বহুমূল্য ছাত ধবিল, পরিচারিক বা চামর দিয়। বাতাস কবিতে করিতে চলিল । রাজকুমারকে দেখি পাব জন্য বাজপথেব জুইধারে অসংখ৷ লোক সমবেত হইয়াহে । প্রতি গুহেব বারনিদায় ছাদে জানালীয় নগবেব স্থালোকের নূতন বেশভূষায় সাজিয়। দাড়াইযাছে । সেই বিশাল জনসমুদ্র জয়ধ্বনি ও পুষ্পবৃষ্টি করিয়৷ বাজ এ ও মন্ত্রিপুত্রকে তাহদেব প্রীতি ও শ্রদ্ধ নিবেদন করিল। রাজবাড়ির সিংহদবজায় উপস্থিত হইয়। চন্দ্র পীড় সমস্ত রাজাদেৰ কাছে বিদায় লইলেন । লাজবাড়ির প্রশস্ত মাঙ্গিনায় আসিয়া রাজপুত্র ও মন্ত্রিপুত্র ঘোড়া হইতে নামিলেন, তুষ্ট জনে হাত ধরাধরি কবিয়া অগ্রসর হইলেন। বলাহক আগে আগে চলিল। শত শত সশস্ত্র সৈন্ত ও দ্বীরপাল তাহাদিগকে সামরিক অভিবাদন করিল। প্রাঙ্গণ ছাড়িয় তাহারী অস্ত্রণালায়. প্রবেশ করিলেন । সেখানে অগুনতি তীব ধনু তরবারি প্রভৃতি ঘরে ঘরে সাজান سألا