পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऊiनिश्य्रौ রহিয়াছে । সেখান হইতে তাহার। পশুশালায় গিয়া দেখিলেন, অনেক সিংহ, বাস্ত্র, হস্তী, গণ্ডার, ভল্লুক প্রভৃতি হিংস্র প্রাণী নূতন আনা হইয়াছে। সেগুলি মস্ত মস্ত লোহাব খাচার এদিকে-সেদিকে ঘূরিয়া বেড়াইতেছে । তাহদের গর্জনে চারিদিক কাপিয়া উঠিতেছে ; পশুশালা হইতে র্তাহারা অশ্বশালা, পক্ষিশীল, সঙ্গীতশালী ও চিত্রশালা ঘূরিয়৷ বিচার-সভায় গেলেন । সেখানে বিচারপতিরা তাহাদিগকে অভিনন্দন জানাইলেন । এইরূপে বিশাল রাজবাড়ির ছয়টি মহল অতিক্রম করিয়া তাহারা মহারাজ তারাপীড়ের বাসভবনে প্রবেশ করিলেন । রাজ-অন্তঃপুরের মহিলারা মঙ্গল-শঙ্খ বাজাইয়া রাজকুমারকে অভ্যর্থনা করিল। * চন্দ্রাপড় বৈশম্পয়নকে লইয়। রাজার নিকটে গেলেন, রাজাকে প্রণাম করিলেন । রাজা পরম অাদরে তুইজনকে আলিঙ্গন করিয়া নানা কথা জিজ্ঞাসা করিলেন । র্তাহারাও বিনীত ভাবে রাজার সকল প্রশ্নের উত্তর দিলেন। পিতার নিকটে বিদায় লইয়া তাহারা গেলেন রাণীর কাছে। রাণী বিলাসবতী ছেলে ও ছেলের বন্ধুকে দেখিয় আনন্দে আত্মহারা হইলেন, কত কথাই বলিতে লাগিলেন । চন্দ্রাপড় ছোট ছেলেটির মত মায়ের কাছে বসিয়া তাহার কথা শুনিতে লাগিলেন । কথায় কথায় মঃ বলিলেন ; তোদের S