পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী একটা প্রকাগু সাম্রাজ্যের উপর তুমি প্রভু হু করিবার সুযোগ পাইবে, তুমি বিপুল ধন-সম্পত্তিরও অধিকারী হইবে । সুতরাং যৌবন, ধন-সম্পদ ও প্রভুত্ব-এই তিনটাই তুমি লাভ করিলে । কিন্তু, এই বয়সে মানুষের ব্যবহার প্রায়ই বহু জ ন্তুর মত হইয়া পড়ে । তখন অতি গঠিত অসৎ কার্য্যকে ও কুকৰ্ম্ম বলিয়। মনে হয় না। ধন থাকিলেক্ট লোকের এক এক রে মঞ্জত আসে, ভালমনা fততাহিত জ্ঞান নষ্ট হইয়! যায় ধনের সঙ্গে সঙ্গেষ্ট আসে অহঙ্কার । অহঙ্কার লোকের মানুষকে মাস্লয বলিয়া মনে করে না, নিজেকেই সকলের চেয়ে গুণবান, বিদ্বান ও প্রধান বলিয। মনে কবে, অন্সের কাছেও সেরূপ ভাবই প্রকাশ করে । মানুষের মনে ‘আমিই প্রভু’ এই ভাল প্রবেশ করিলে আর রক্ষা মই বিষেব প্রতিষেধক ওষধ আছে, কিন্তু ইহার আর কোন ঔষধও নাই । ভুর। তাধীন লোকদের মনে করে দাসেব মত, নিজের সুখে থাকিয়৷ পরের দুঃখ তাতারা বুঝিতেই পারে না । সদ্ববংশে জন্মিলেই যে মানুষ সৎ ও বিনীত হয়, এমন কথা বলা চলে না । উৰ্ব্বর। জমিতেও কাটগাছ জন্মে, চন্দন-কাঠে ঘষা লাগিয়া যে আগুন বাহির হয়, সে আগুনেও সমস্ত পুড়িয়া ছারখার হইতে পারে। তোমার মত বুদ্ধিমান লোকেরাই উপদেশের যথার্থ পাত্ৰ মুখকে উপদেশ দিলে ఫిరి