পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী বড় বড় পাথব । কেহ যেন বসিবার জন্য সেগুলি সাজাইয়। লাখিয়া গিয়াছে । কতক দূর যাইতেই জলকণাবাহী স্বশীতল বাতাসে লাজকুমারেব শবীর জুড়াইয় গেল। প্ৰমবের গুঞ্জনে ও কলষ্টাসের কোলাহলে অভ্যাকুষ্ট হইয়। অাব একট যাক্টতেই তিনি অচ্ছেদ নামক এক প্রকাণ্ড সরোবরের তীবে আসিয়া উপস্থিত হইলেন । সরোববের স্বচ্ছ নিৰ্ম্মল জলে জলপদ্ম ফুটিয়া বহিয়াছে । অসংখ্য ভ্রমর গুনগুন কবিতে করিতে এক ফুল হইতে অপব ফুলে মধুপান কবিতেছে । কলহ সেগুলি সবোববের মধ্যে wখলা করিতেছে । সবোবরেব দক্ষিণ তীরে গিয়া রাজকুমার ঘোড় হইতে নমিলেন । জিম-বলগ প্রভূতি নামাইয় ফেলিতেই ইন্দ্রায়ুধ মাটিতে কয়েকবাব গড়াইয়া লইল, তারপব সরোবরে নামিয। ইচ্ছামত স্নান ৪ জলপান কবিয়া উঠিল । রাজকুমার পিছনের পা বাধিয়া দিলে ইন্দ্রীযুধ মনের মুখে তীরের নূতন দূর্ব খাইতে লাগিল । ৰাজকুমারও স্নান সারিয়া পদ্মের মৃণাল থাইলেন এবং জলপান করিয়। তীরে উঠিলেন। তারপর এক লতামগুপের মধ্যে শিলার উপরে পদ্মপাতার বিছান। পাতিয়া উত্তরীয়খানা মাথায় দিয়া শুইয়া পড়িলেন । হঠাৎ সাবাবরের উত্তর তীর হইতে বীণার ঝঙ্কালের সহিত সুমধুৰ গানের মুর রাজকুমারের কানে ভাসিয়া আসিল ।