পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'কাদম্বরী কারণ জানিবার তাশায় মন্দিরের এক পাশে বসিয়৷ রছিলেন । 'গান শেষ হইল, বীণব ঝঙ্কালের রেশ থামিয় গেল । মেয়েটি উঠিয়া ভক্তি ভবে মহ দেবকে প্রদক্ষিণ করিয়া প্রণাম করিলেন। তারপর প্রশান্ত দষ্টিতে বাজকুমাবেব দিকে চাহিয়া বিনীতভাবে বলিলেন মহাশয়, তাশমে চলুন, মহ দেবেধ অসীম কুপায় আজি আমি অতিথি-সংকাপ করিয়৷ কৃতাৰ্থ হইব । রাজকুমাব ভক্তিভাবে তাপসীকে প্রণাম করিয়া কৌতুহল ভরে শিষ্যের মত ঠান্ত।ব পিছনে পিছনে চলিলেন । কিছু দূরেই একটি গিৰি গুহ । গুহাব মুখ তমাল গাছে ঢাকা, সুখ্য দেখ। মায় ম৷ ৷ পাশেই ঝরঝর করিয়া ঝরণাব জল পড়িতেছে, তাহলে মধুর শব্দে কান জড়াইয়া যায় । গুহার ভিতরে একপাশে তাপসীৰ বাকল, কম গুলু ও ভিক্ষাব পাত্র রহিয়াছে । তাপসী অতিথি রাজকুমারকে মধুর বাক্যে মালাচনদন প্রভৃতি দিয়া আiপায়িত করিলেন, এক শিলার উপর বসিতে দিলেন। কুমার বসিলে তাপসী অপর এক শিলায় বসিয়া র্তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন । চন্দ্র পীড় নিজেব পরিচয় দিয়া কেনন করিয়৷ সেখানে আসিলেন, তাহ বলিলেন । কথtলা প্ৰায় কিছুক্ষণ কাটিয় গেল। তাপসী অতিথির ৩২