পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদৃশ্বরী বাণভট্টের লেখা একখানি সংস্কৃত উপন্যাস। বাণভট ছিলেন কাপ্তকুঞ্জের মহারাজ হর্ষবৰ্দ্ধনের সভাপণ্ডিত। হৰ্ষবৰ্দ্ধন ৬০৬ খৃষ্টাব্দ পর্য্যস্ত উত্তর ভারতে বাজত্ব করিয়াছিলেন। কাজেই কাদম্বরীও সেই সময়কার লেখা। সংস্কৃত সাহিত্যে কাদম্বরীর স্থান অতি উচ্চে। কাদম্বরীর মূল আখ্যান-ভাগ লইয়৷ পণ্ডিত তারাশঙ্কর কবিরত্ন মহাশয় বাংলায় কাদম্বরী রচনা করেন । কবিরত্ন মহাশয়ের রচিত কাদম্বরী একখানি সুখপাঠ্য গ্রন্থ। কিন্তু তাহার ভাষা এখন বেশ শক্ত বলিয়া মনে হইবে। কাদম্বরীয় এই সংস্করণ বাংলার কিশোর-কিশোরীদের জষ্ঠ্য প্রধানতঃ কবিরত্ন মহাশযের কাদম্বরী অমুসরণ করিয়া রচিত হইয়াছে। এই সংস্করণের ভাষা আগাগোড়া যতদূর সম্ভব সরল করিতে যত্ন করা হইয়াছে। কিশোর-কিশোরীদের পক্ষে মূল গ্ৰন্থখানির রস গ্রহণ করিতে যতখানি প্রয়োজন ততখানি অংশ এই সংস্করণে মাখা হইয়াছে। প্রাচীন ভারতের একখানি উৎকৃষ্ট উপস্তাসের আখ্যান-ভাগ বৰ্তমান বাংলার কিশোর-কিশোরীদের নিশ্চয়ই ভাল লাগিবে।