পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাজম্বরী

তিনি আকাশে উঠিয়া তারার মধ্যে মিলাইয়া গেলেন । কপিঞ্জল সেই মহাপুরুষের পিছনে পিছনে ছুটিয়া কোথায় চলিয়া গেলেন । শোকের মধ্যেও আমার বিস্ময়ের সীমা রহিল না । আমি তরলিকাকে ইহার অর্থ জিজ্ঞাসা করিলাম। তরলিকা ভয়ে কঁাপিতে কঁাপিতে বলিল ; আমিও তো ইহার কিছু বুঝিলাম না ; আমার মনে হয় ঐ মহাপুরুষ মানুষ নহেন ; যাহা বলিয়া গেলেন, তাহাও মিথ্যা হইলে না। কাজেই তোমাকে বাচিতেই হইবে । আমি তুরাশার বশে প্রাণ বিসর্জনের সংকল্প ত্যাগ করিলাম। আশার কি অসীম ক্ষমত । আশার বশেই আমিও ঐ জনশূন্ত সরোবরের তীরে অমন একটি কালরাত্রি যাপন করিতে পারিয়াছি । ভোরে উঠিয়া সরোবরে স্নান করিলাম। সংসার আমার কাছে অসার বলিয়া মনে হইল। আমি তখন হইতে র্তাহার কমণ্ডলু ও জপের মালা লইয়া নিষ্ঠার সহিত ব্রহ্মচর্য পালন করিতে লাগিলাম এবং অবিচলিত ভক্তির সহিত অনাথের নাথ বিশ্বনাথের শরণ লইলাম। সংসারের সুখভোগ, ইন্দ্রিয়ের তৃপ্তি, পিতামাতার স্নেহ, বন্ধুদের সাহায্য—সকলই সেদিন হইতে ত্যাগ করিলাম । পরের দিন পিতামাতা সকল বৃত্তান্ত শুনিয়া আত্মীয় § 8 సె