পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কদম্বরী পরিজনদের সহিত এখানে অসিলেন এবং আমাকে নানাভাবে প্রবোধ দিয়া বাড়ি ফিরিতে বাব বাব অনুরোধ করিলেন । শেষে হতাশ হইয়। নিতান্ত তুঃখের সহিত চলিয়। গেলেন । তদবধি আমি কেবল চোখেব জল দিয়া স্বামীব স্মৃতি-তৰ্পণ করি, তাহার গুণবাশি জপ করি, নানা ত্ৰত পালন করিয়৷ এই পোড়ার শরীব পোষণ করি । এষ্ট গিরিগুহায় থাকি, ঐ সবে বিবে ত্রিসন্ধ্যা স্নান করি, প্রতিদিন দেবাদিদেব মহাদেবেব পূজা করিয়া থাকি। আমাৰ জন্য ব্ৰহ্মহত্যা হইয়াছে ; আমাকে দেখিলে, আমার সহিত আলাপ করিলে মানুষেব তুরদুষ্ট হয়। এতগুলি কথা বলিয়া মহাশ্বেতা বাকলে মুখ ঢাকিয়া অঝোরে কাদিতে লাগিলেন । মহাশ্বেতার মহৎ চবিত্রে চন্দ্রাপড় পূবেবই মুগ্ধ হইয়াছিলেন । এখন তাহ বি গাত্মবৃত্তান্ত শুনিয়া ও পতিব্ৰতা ধৰ্ম্মের আদর্শ দেখিয়া তিনি বিস্মিত হইয়া গেলেন । তিনি প্রসন্ন চিত্তে বুলিলেন ; কিন্তু আপনি অল্প সময়ের পরিচয়ে যাহাকে প্রাণমন সমপণ করিয়া স্বামী রূপে গ্রহণ করিয়াছিলেন, তাহার স্মৃতির প্রতি এমন নিষ্ঠ প্রদর্শন ক৷রয় ও, কি জন্ত নিজেকে ছোট মনে করিয়া এমন ভাবে চোখের জল ফেলিতেছেন ? স্বামীর স্মৃতি অক্ষয় করিবার জন্য আপনি সমস্ত ভোগমুখ, আত্মীয়স্বজন ছাড়িয়া তপস্বিনীব মত একমন্সে জগদীশ্বরের আরাধনা করিতেছেন । (; c.