পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী চন্দ্রাপীড় কাদম্বরীর সৌজন্যে ও মদলেখার মধুর বাক্যে তুষ্ট হইয়া বলিলেন ; রাজা রাণী ও রাজকুমারীকে বলিও তাহাদের গুণে আমিও বশীভূত হইয়াছি। তাহদের প্রসাদ বলিয়া অামি প্রসন্ন চিত্তে এই হার গ্রহণ করিলাম । সেদিন সন্ধ্যাব পরে চন্দ্রাপীড় মণিমন্দিরে সুশীতল শয্যায় শুইয়া আছেন, এমন সময় কেয়রক আসিয়া সংবাদ দিল, কাদম্বরী রাজকুমারের সহিত সাক্ষাৎ করিতে আসিতেছেন । একটু পরেই সর্থীদের লইয়। কাদম্বরী আসিলেন । রাজকুমার যথোচিত সমাদর কবিয়া তাহাকে অভ্যর্থন কবিলেন । সকলে আসন গ্রহণ করিলে রাজকুমার বলিলেন ; রাজকুমারি, আমার প্রতি আপনার অযাচিত অনুগ্রহ দেখিয়া আমি মুগ্ধ হইযাছি, অথচ অনেক ভাবিয়া ও আমার ভিতর তাহার উপযুক্ত কোন গুণ দেখিলাম না। আপনি আপনার স্বাভাবিক সৌজন্য ও উদবতা বশেই এরূপ অনুগ্রহ প্রকাশ করিতেছেন। কুমারের বিনয় বাকো কাদম্বরী স্লাজায় মুখ নোয়াইলেন । ইহাব পর ভারতবর্ষ, উজ্জযিনী নগরী ও চন্দ্রাপীড়ের বন্ধুবান্ধব, পিতামাতা ও রাজ্য বিষয়ে অনেক কথাবাৰ্ত্তায় রাত্রি গভীর হইল। কেয়ুবককে রাজকুমারের নিকট থাকিতে আদেশ দিয়া কদম্বরী নিজের প্রাসাদে চলিয়া গেলেন । পবের দিন সকাল মেলা চন্দ্রাপীড় কেয়ূরককে পাঠাইয়া \a