পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদশ্বরী চন্দ্রাপীড় যখন গন্ধৰ্ব্ব-নগরে পৌছিলেন, কাদম্বর তখন প্রমোদ বনে হিমগৃহে রহিয়াছেন । র্তাহার কাছেই বসিয়া ছিলেন মহাশ্বেত । হিমগৃহ এমন চমৎকার যে, সেখানে গেলেই শরীব একেবারে শীতল হইয়া যায়। কিন্তু সেই হিমগুহে পদ্মপাতার বিছানায় শুষ্টয়া ও কাদম্বরী যেন যন্ত্রণ বোধ করিতেছিলেন । চন্দ্রাপীড়কে দেখিয়াই কাদম্বরী তাড়াতাড়ি উঠিয়া বসিলেন । কেয়ুরক পত্ৰলেখার পরিচয় দিল । পত্ৰলেখা বিনীত ভাবে মহাশ্বেত ও কাদম্বরীকে প্রণাম করিল। কাদম্বরী পরম অাদরে প্রিয় সখীর দ্যায় তাহাকে নিজের কাছে বসাইলেন । নানাপ্রকার কথাবাৰ্ত্তায় বহুক্ষণ কাটিয়া গেল । কাদম্বরীর বিশেষ অনুরোধে পত্ৰলেখাকে তাহার কাছে রাখিয়া রাজকুমাব আবার শিবিরে ফিরিয়া গেলেন । শিবিরে পৌঁছিয়াই চন্দ্রাপীড় দেখিলেন, উজ্জয়িনী হইতে এক বিশেষ বাৰ্ত্তাবহ মহারাজ তারাপীড়ের পত্র লইয়া আসিয়াছে । পিতা চন্দ্রপীড়কে অবিলম্বে রাজধানীতে ফিরিতে আদেশ করিয়াছেন । পিতার পত্র পাইয়া চন্দ্রাপীড় উজ্জয়িনীতে ফিরিবার উদ্যোগ করিলেন। মেঘনাদ নামক এক সেনানায়ককে ডাকিয়া বলিয়া দিলেন কয়রকের সঙ্গে পত্ৰলেখা শিবিরে ফিরিয়া মাসিলে \98