পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांशचङ्गी তাহাকে লইয়া যেন সে উজ্জয়িনীতে ফিরিয়! যায়। সে যেন কেযুবককে বলে, পিতার আদেশে আমাকে এত তাড়াতাড়ি উজ্জয়িনীতে ফিরিতে হইল । এজন্যই কাদম্বী ও মহাশ্বেতার সঙ্গে দেখা কবিয়া যাওয়া সম্ভব হইল না । তাহাবা যেন এজস্থ্য আমাকে অকৃতজ্ঞ মনে না করেন । শিবির তুলিয়া নিবাব ভার বৈশম্পায়নের উপর দিয়া রাজকুমাব চন্দ্রাপীড় কয়েক জন অশ্বারোহী লইয়া উজ্জয়িনীতে চলিলেন । কয়েকদিন অনবরত পাহাড়-পৰ্ব্বত বন-জঙ্গল অতিক্রম করিয়া তিনি উজ্জয়িনীতে পৌছিলেন । বহুদিন পরে কুমাবের আগমনে রাজধানী আনন্দ-মুখর হইয়া উঠিল। তাবাপীড় ও বিলাসবতা এতদিনের পর পুত্রকে কাছে পাইয়া আনন্দে আত্মহারা হইলেন । চন্দ্রাপীড়ও পিতামাতবে কাছে আসিয়া খুবই আনন্দিত হইলেন। কিন্তু তিনি পত্ৰলেখার কাছে গন্ধৰ্ব্ব নগবীব সকল সংবাদ শুনিবার জন্য খুব উদ্‌গ্ৰীব হইয়। রঙ্গিলেন । কিছুদিন পরে মেঘনাদ ও পত্ৰলেখা আসিয়া উপস্থিত হইল। তাহার কাছে কাদম্বরী ও মহাশ্বেতার কুশল সংবাদ জানিয়া লইয়া, চন্দ্রাপীড় তাহাকে কাদম্বরীর সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিলেন। পত্ৰলেখার কথায় বুঝিলেন, কাদম্বরী রাজকুমারকে প্রাণ দিয়া ভালবাসিয়াছেন এবং র্তাহাকে না দেখিয়া খুবই কাতর হইয়াছেন । Վ}(7