পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांकचग्नौ পত্ৰলেখার কথা শুনিয়া রাজকুমার গন্ধৰ্ব্ব নগরে যাইবার জন্য অধীর হইলেন । অথচ পিতামাতা তাহাকে ছাড়েন না । চন্দ্রপীড় কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না । কয়েক দিন এইভাবে কাটিয়া গেল । একদিন চন্দ্রপীড় শিপ্রী নদীর তীরে বেড়াইতেছেন, এমন সময় কেয়ুবক কয়েকজন অশ্বারোহী গন্ধৰ্ব্বকে সঙ্গে লইয়া উপস্থিত হইল। বাজকুমার কেয়ূরককে দেখিয়া হাতে আকাশ পাইলেন। কেয়ূরক সংবাদ দিল, রাজকুমার চলিয়। স্বাসার পর কাদম্বরী খুবই অসুস্থ হইয়া পড়িয়াছেন। মহাশ্বেত প্রিয়সখীর জন্য চিন্তিত হইয়া রাজপুত্রকে সংবাদ দিতে পাঠাইয়াছেন । কাদম্বরীর অবস্থা শুনিয়া চন্দ্রাপীড়ও ব্যস্ত হইয়া পড়িলেন । কিরূপে গন্ধৰ্ব্ব নগরে যাইবেন, পিতামাতাকেই বা কি বলিয়া বুঝাইবেন, এই সকল কথা ভাবিয়া তিনি বড়ই চিন্তায় পড়িলেন । এমন সময় সংবাদ আসিল, বৈশম্পায়ন শিবিরের সৈন্যসামন্ত লইয়া উজ্জয়িনীর নিকটে দশপুরী পর্যান্ত আসিয়া পৌছিয়াছেন । রাজকুমার কেয়ূরককে বলিলেন ; আমি বৈশম্পায়নের সঙ্গে সাক্ষাৎ করিয়া পরে গন্ধৰ্ব্বনগরে যাইতেছি, তুমি আগে যাইয়া সংবাদ দেও। তোমার সঙ্গে পত্ৰলেখাকে পাঠাইতৃেছি। মেঘনাদ পত্ৰলেখাকে সেখানে লইয়া যাইবে । পত্ৰলেখার وفارقا