পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাজরী নিকট আমার সংবাদ পাইলে হয়ত মহাশ্বেতা ও কাদম্বরী অনেকটা আশ্বস্ত হইবেন । কেয়বক মেঘনাদ ও পত্ৰলেখাকে সঙ্গে লইয়। চলিয়া গেল । বাজকুমার বৈশম্পায়নের সহিত সাক্ষাৎ করিবার আশায় বহিলেন । কয়েক দিন চলিয়া গেল, কিন্তু বৈশম্পায়ন আসিল না ; তখন চন্দ্রাপীড় পিতার অনুমতি লইয়। বৈশম্পায়নকে আনিতে চলিলেন । ভাবিলেন, হঠাৎ উপস্থিত হইয়া বন্ধুকে চমকাইয়া দিবেন। কিন্তু শিবিরে পৌছিযা যাঙ্গ শুনিলেন, তাহাতে রাজপুত্রের মাথায় অকি শ ভাঙ্গিয়া পড়িল । তিনি দেখিলেন, বৈশম্পায়ন শিবিবে নাই। প্রধান সৈনিক পুরুষদের ডাকিয়া তিনি তাহার সংবাদ জিজ্ঞাসা করিলেন । তাহার। বলিল ? শিবির ভাঙ্গিয়া আসিবার পূৰ্ব্বে বৈশম্পায়ন বলিলেন, অচ্ছোদ সরোবর অতি পবিত্র তীর্থ, লোকে কত কষ্ট করিয়া এখানে আসে, আর আমরা এত কাছে আসিয়া, তীর্থস্নান ও মহাদেবের মন্দির প্রদক্ষিণ না করিয়া চলিয়। যাইব, ইহা উচিত নয় । তিনি আমাদের লইয়া সেই সরোবরে স্নান করিতে গেলেন । সরোবরের কাছেই এক লতামণ্ডপ দেখিয়া তিনি সেখানে প্রবেশ করিলেন । লতামগুপের মধ্যে একখণ্ড পাথর পড়িয়াছিল। আশ্চর্য্যের ব্যাপার, ঐ লতামণ্ডপ ও শিলাখণ্ড দেখিয়া তিনি একেবারে উন্মনা হইয় গেলেন। মনে হইল। ميجا