পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী কাদম্বরীর অস্থখ আরে। বাড়িয়াছে, ন্যাত বা অন্য কোন অত্যাহিত ঘটিয়াছে । তিনি ভয়ে ভয়ে মহাশ্বেতাকে তাহার দুঃখের কারণ জিজ্ঞাসা করিলেন । মহাশ্বেতা চক্ষুর জল মুছিয়া কাতব স্বৰে কহিলেন ; কেয়ূরকের মুখে আপনি উজ্জয়িনী গিয়াছেন শুনিয় বড় দুঃখ হইল । কাদম্বরীর সহিত আপনাব বিবাহ ঘটাইয়! আমার আকাঙ্ক্ষা পূর্ণ কৰিব আশা কবিয়ছিলাম। এসময় আপনি চলিয়া যাওয়ায় আমার সমস্ত আশা ভাঙ্গিম। গেল ! আমি অtশ্রমে চলিয়া আসিলাম । একদিন আশ্রমে বসিয়া আছি, আপনাবই সমবয়স্ক এক সুকুমার ব্রাহ্মণ-যুবক আসিলেন। তাহাকে বড় অন্যমনস্ক দেখা গেল, তিনি যেন কোন কারানো জিনিষের খোজ করিতেছেন মনে হইল । তবপর আমার কাছে আসিয়া অনেকক্ষণ আমার দিকে চাহিযা রহিলেন ; শেষে আমি যেন র্তার অতি পরিচিত এভাবে এমন কতকগুলি কথা আমাকে বলিলেন, যা আমার কাছে মোটেই ভাল মনে হইল না । পুণ্ডরকের সেই দারুণ দুর্ঘটনার পর হইতে আমি প্রায় সকল বিষয়েই নিরুৎসুক ছিলাম। আজ ব্রাহ্মণ-কুমারের কথা শুনিয়া আমার গা জ্বলিয়া উঠিল । আমি তাহাকে তাড়াইয়া দিবার জন্য তরলিকাকে আদেশ দিয়া ফুল তুলিতে চলিয়া গেলাম । আর একদিন রাত্রিতে খুব গরম পড়িয়াছে। তরলিক ጫ»