পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনেক কাল পূর্বের কথা । শূদ্রঞ্চ নামে এক রাজা বিদিশ৷ নগরীতে রাজত্ব করিতেন । এই নগরীটি ছিল বেত্রবর্তী নদীর তীরে। শূদ্ৰক খুব পরাক্রমশালী রাজা ছিলেন। বাহুবলে অনেক দেশ জয় করিয়া তিনি এক বিশাল । সাম্রাজ্য স্থাপন করিয়াছিলেন । একদিন সকালবেলা রাজা রাজসভায় বসিয়া আছেন। দৌবারিক আসিয়া জোড়হাতে নিবেদন করিল ; মহারাজ, দক্ষিণ দেশ হইতে এক চণ্ডালের মেয়ে এক শুকপক্ষী লইয়া আসিয়াছে। পাখীটিকে সে মহারাজের চরণে উপহার দিতে চায়। আদেশের অপেক্ষায় রাজদ্বারে দাড়াইয়া আছে।