পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী ইন্দ্রায়ুধ সরোববেৰ গভীব জলে ডুবিয়া গেল । সকলে এ আবার কি হইল বলিয়া আৰ্ত্তনাদ কবিয়া উঠিল । অল্পক্ষণ পরেই এক জটাধারী তাপস-কুমার জলের ভিতর হইতে উঠিলেন । মহাশ্বেত র্তাহাকে দেখিয়াই চিনিলেন, বলিলেন ঃ, কপিঞ্জল, এই হতভাগিনীকে সঙ্কটেব মধ্যে ফেলিয়। আপনি কোথায় গিয়াছিলেন ? আপনার প্রিয়সখা কোথায় ? মহাশ্বেতার কথায় সকলে অবাক হইয়া তাপস-কুমাবেব দিকে চাহিয়া রহিল। কপিঞ্জল বলিলেন : অমাব বন্ধকে লইয়া যে পুরুষটি চলিয়া গেলেন, আমিও তাহার পিছনে চন্দ্রলোকে চলিয়া গেলাম । তিনি সেখানে তাহাকে চন্দ্রকান্ত মণিব পর্য্যঙ্কে শোয়াইয়া অামাকে বলিলেন যে তিনি চন্দ্র । আমার বন্ধু প্রাণত্যাগ করিবার সময় তাহাকে বারব।ব ভূতলে জন্মগ্রহণ করিতে হইবে বলিয়া অনর্থক শাপ দিয়াছিলেন । এজন্য তিনিও বন্ধুকে শাপ দিলেন যে, তাহাকেও বাববাব জন্মিয়া বিরহ-যাতনা ভোগ করিতে হইবে । কিছুক্ষণ পবেষ্ট চন্দ্রেব ক্রোধ থামিয়া গেল । তিনি তখন ভাবিয দেখিলেন, তাহাবই কিরণ হইতে অপসরদের যে বংশ জন্মিয়াছে, সেক্ট বংশেরই মেয়ে মহাশ্বেত এই মুনিকুমারকে পতিরূপে বরণ করিয়াছে । তখন র্তাহার বড় অনুতাপ কইল, অথচ তখন আর কোন উপায় নাই | সেই শাপের প্রভাব শেষ না হওয়া পৰ্য্যস্ত আমার বন্ধুর মৃতদেহ সেখানেই থাকিবে, কোনরূপ 48