পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী বিকৃত হইবে না । শাপের শেষে সেই শরীরেই প্রাণের সঞ্চার হইবে । তিনি মহর্ষি শ্বেতকেতুর কাছে ইহার কান প্রতিকার করিবার জন্য বলিয়া দিয়াছেন চন্দ্রদেবের কথায় আমি আকাশ-পথে শ্বতকেতুর নিকট যাহতেছিলাম, এমন সময় এক বিষম রাগী দেবতাকে ডিঙ্গাইয়া ষাইতেই তিনি হঠাৎ আমাকে শাপ দিয়া বসিলেন, আমি ঘোড়ার মত লাফাইয় তাহ। ে৮ ডিঙ্গtহয়। গিযাছি বলিয়। আমি যেন ঘোড়া হইয়াই জন্মি । আমি তাহার কাছে অনেক অনুনয় বিনয় করিলাম, তখন তিনি আশ্বাস দিলেন যে, আমি ঘোড়া হইয়া জন্মিয়া যাহার বাহন হইব, তিনি মবিলে আমি স্নান করিয়া আবার আমব মিজেব রূপ ফিলিয়া পাইল । আমি আবারও হাতজোড় কলিয়। বলিলাম, শাপের প্রভাবে চন্দ্রদেব পুথিবীতে জন্মিবেন, আমি যেন তাহারই বাহন হই । তখন সেই দেবতাটি চক্ষু বুজিয়া কিছুক্ষণ চিন্ত। করিয়া বলিলেন ; চন্দ্র উজ্জয়িনী নগরীতে মত।রাক্ত " বাপীড়ের পুত্র হইয়া জন্মিবেন । আমি তারই বাহন হইব। আমাব বন্ধু পূগুবকও শুকনাসের পুত্ররূপে জন্মগ্রহণ করিবে । সেজন্যই আমি ঘোড়৷ হইয়া চন্দ্রাপীড়ের বাহন হইলাম, আমিই চন্দ্রাপীড়কে এখানে আনিলাম। যিনি তোমায় খুজিতে খুজিতে এখানে আসিয়। তোমারই শাপে বিনষ্ট হইলেন, তিনিই আমার বন্ধ পুগুরীক ; শুকনাসের পুত্র বৈশম্পায়নের রূপে এখানে তোমারই সন্ধানে ዓ®