পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী এদিকে মহাশ্বেতা ও কাদম্বরী এবং তাহদের পরিজনের। কপিঞ্জলের কথায় বিস্মিত হইয়। শোক দুঃখ ভুলিয়া গেলেন। চন্দ্রাপীড় ও বৈশম্পায়নেব জীবন-লাভ না করা পর্য্যস্ত সকলকে সেখানেই থাকিতে হইবে বলিয়া বাসস্থান স্থির কলিয়। লইলেন । দুইজনেরই সমান দুঃখ, সমান তুর্ভাগ্য বলিয। মহাশ্বেত ও কাদম্বরীর সখিত্ব যেন আবি ও নিবিড় হইয়া উঠিল । কদম্বরী সেই নিবিড় বনে পৰম মহ্লে চন্দ্ৰ পাডের মৃতদেহ রক্ষা কবিতে লাগিলেন । সন্ন্যাসিনীব বেশ ধারণ কলিয়। প্রতিদিন স্বামীর পাদপদ্ম পূজা করিতে লাগিলেন । দিনের পর দিন এককপ চলিতে লাগিল । আশ্চর্য্যেব বিষয় চন্দ্র পীড়ের মৃতদেহ একটুও বিকুত হইল না । কাদম্বরী ইতিমধ্যে সমস্ত ঘটনা বলিয়। পিতামাতাকে নিশ্চিন্ত ? শাস্ত থাকিবার জন্ত মদলেখা নামক সখীকে গন্ধৰ্ব্ব-নগরে পঠাইয়া দিয়াছিলেন । কিন্তু তাহারা নিশ্চিন্ত থাকিতে পারেন নাই । তাহাব একদিন আসিয়া কাদম্বরীকে দেখিয়া গেলেন । চন্দ্রাপীড়ের অবিকৃত দেহ দেখিয়া দৈববাণীতে র্তাহাদের বিশ্বাস হইল । কাদম্বরীকে নিজের কৰ্ত্তব্য নিষ্ঠার সহিত পালন করিতে বলিয়া এবং নানাপ্রকার আশ্বাস দিয়া ও আশীৰ্ব্বাদ করিয়া তাহার। রাজধানীতে চলিয়া গেলেন । এদিকে চন্দ্রাপীড়ের ফিরিতে অনেক বিলম্ব দেখিয়া উজ্জয়িনী হইতে দূতেরা আসিয়া সমস্ত ব্যাপুবি জানিয়া গেল । 업업