পাতা:কাদম্বরী (কিশোরপাঠ্য).djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোঙ্কশ্বরী মানুষের মত কথা বলিতে পারিতাম, খুব কাতর স্বাবে ব্যাধকে বলিলাম ঃ মাসের লোভে আমাৰ মত এমন ছোট পাখীকে তুমি, নিশ্চয়ই আবদ্ধ কব নাই । দয়া কবিয়া আমাকে ছাড়িয়া দেও, চলিয়া যাই । ব্যাধ বলিল ; আমি ব্যাধ সত্য, কিন্তু মাংসেব লোভে তোমাকে ধরি নাই । আমব যাহার অধীন, তিনি প কুণদেশেপ রাজা । রাজার মেয়ে শুনিয়াছিলেন, জাবলি মুনিব আশ্রমে এক আশ্চৰ্য্য শুক পাখী আছে, যে মানুষেব মত কথা ব{ল • পাবে । এ-কথা শুনিয়। তিনি অনেক ব্যtধকৈ সেট শুক প!খা ধরিবার আদেশ দিয়াছেন। আমরা ও অনেক দিন লবিয়া খোজ করিয়াছি, আজি ভাগাক্রমে তোমাকে ধবিয়াfছ । তোমাকে নিয়া অামাদের বাজার মেয়েকে দিব, তিনি ইচ্ছ। হইলে তোমাকে ছড়িবেন, ইচ্ছা হইলে রাখিবেন । এষ্ট বলিয়া হতভাগ। ব্যাধটা আমাকে পক্কণদেশে লইয়া গেল । ব্যাধের বা জ্য, সেখানে দয়ামাযার লেশ ও মাই, চাবিদিকেই কেবল পশুপাখী ধবিবার আর মাধিবার আয়োজন । ব্যাধ আমাকে মেয়েটিব হাতে দিল । সে অামাকে কাঠের খাচায় বদ্ধ করিয়া রাখিল । সেখানে অনেক দিন কাটিয়া গেল। একদিন ঘুম হইতে জাগিয়া দেখিলাম, আমার খাচtট সোনার হইয়া গিয়াছে সুৰে পক্ক শদেশ যেন স্বগের ৫্যায় মনোহল হইয়াছে । সে যে tyప