Ro কাদম্বরী । ভাবে প্রণাম করিয়া জিজ্ঞাসিলাম ভগবন! ইহার নাম কি ? ইনি কোন তপোধনের পুত্র ? ইহার কর্ণে যে কুমুমমঞ্জরী দেখিতেছি উহা কোন তরুর সম্পত্তি ? আহ উহার কি সৌরভ ! আমি কখন ঐরূপ সৌরভ আগ্রাণ করি নাই। আমার কথায় তিনি ঈষৎ হাস্ত করিয়া কহিলেন বালে ! তোমার উহা জিজ্ঞাসা করিবার প্রয়োজন কি? যদি শুনিতে নিতান্ত কৌতুক জন্মিয় থাকে শ্রবণ কর। ৩ শ্বেতকেতু নামে মহাতপা মহর্ষি দিব্যলোকে বাস করেন। র্তাহার রূপ জগদ্বিখ্যাত। তিনি একদা দেবার্চনার নিমিত্ত কমলকুসুম তুলিতে মন্দাকিনীপ্রবাহে অবতীর্ণ হইয়াছিলেন। কমলাসন লক্ষ্মী তাহার রূপ লাবণ্য দেখিয়া মোহিত হন। তথায় পরস্পর সমাগমে এক কুমার জন্মে। ইনি তোমার পুত্র হইলেন গ্রহণ কর বলিয়া লক্ষ্মী শ্বেতকেতুকে সেই পুত্রসস্তান সমর্পণ করেন। মহর্ষি পুত্রের সমুদায় সংস্কার সম্পন্ন করিয়া পুওরীকে জন্মিয়াছিলেন বলিয়া পুণ্ডরীক নাম রাখেন। যাহার কথা জিজ্ঞাসা করিতেছ, ইনি সেই পুণ্ডরীক। পূৰ্ব্বে অমুর ও মুরগণ যখন ক্ষীরসাগর মন্থন করেন, তৎকালে পারিজাত বৃক্ষ তথা হইতে উদগত হয়। এই কুসুমমঞ্জরী সেই পারিজাত বৃক্ষের সম্পত্তি। ইহা যেরূপে ইহার শ্রবণগত হইয়াছে তাহাও শ্রবণ কর। অদ্য চতুৰ্দ্দনী, ইনি ও আমি ভগবান ভবানীপতির অৰ্চনার নিমিত্ত নন্দনবনের নিকট দিয়া কৈলাস পৰ্ব্বতে আসিতেছিলাম। পথিমধ্যে নন্দনবনের অধিষ্ঠাত্রী দেবতা এই পারিজাতকুমুমমঞ্জরী হন্তে লইয়া আমাদের নিকটবর্তিনী হইলেন, প্রণাম করিয়া ইহাকে বিনীতবচনে কহিলেন ভগবন! আপনার যেরূপ আকার তাহার
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।