कोनछो । S4 অনিমিষলোচনে ক্ষণকাল অনুধ্যান করিয়া তিনি পুনৰ্ব্বার বলিলেন ভদ্ৰে ! তুমি বালিকা বুট ; কিন্তু তোমার আকৃতি দেখিয়া বোধ হইতেছে চঞ্চলগ্রকৃতি নও। একটি কথা বলি শুন। আমি কৃতাঞ্জলিপুটে দণ্ডায়মান হইয়া সমাদর প্রদর্শনপূর্বক সবিনয়ে নিবেদন করিলাম মহাভাগ ! আদেশ দ্বারা এই ক্ষুদ্র জনের প্রতি অনুগ্রহ প্রকাশ করিবেন ইহার পর আর সৌভাগ্য কি ? ভবাদৃশ মহাত্মার মদ্বিধ ক্ষুদ্র জনের প্রতি কটাক্ষ পাত করিলেই তাহারা চরিতার্থ হয়। আপনি বিশ্বাসপূর্বক কোন বিষয়ে আদেশ করিলে আমি চিরক্রীত ও অমুগৃহীত হইব, সন্দেহ নাই। আমার বিনয়গর্ভ বাক্য শুনিয়া সর্থীর ন্যায়, উপকারিণীর ন্যায় ও প্রাণদায়িনীর ন্যায় আমাকে জ্ঞান করিলেন। স্নিগ্ধ দৃষ্টি দ্বারা প্রসন্নতা প্রকাশপূর্বক নিকটবৰ্ত্তী এক তমাল তরুর পল্লব গ্রহণ করিয়া পল্লবের রসে আপন পরিধেয় বন্ধলের এক খণ্ডে নখ দ্বারা এই পত্রিক লিখিয়া আমাকে দিলেন। কছিলেন আর কেহ যেন জানিতে না পারে মহাশ্বেতা যখন একাকিনী থাকিবেন তাহার করে সমর্পণ করিও । ৯ আমি হর্ষোৎফুল্ললোচনে তরলিকার হস্ত হইতে পত্রিকা গ্রহণ করিলাম। তাহাতে লিখিত ছিল, হংস যেমন মুক্তামালায় মৃণাল ভ্ৰমে প্রতারিত হয়, তেমনি আমার মন মুক্তাময় একবলী মালায় প্রতারিত হইয়া তোমার প্রতি সাতিশয় অনুরক্ত হইয়াছে। পথভ্রান্ত পথিকের দিগভ্ৰম, মুকের জিহাচ্ছেদ, অসম্বদ্ধভাষীর জরপ্ৰলাপ, নাস্তিকের চাৰ্ব্বাকশাস্ত্র, উন্মত্তের মুরাপান ষেরূপ ভয়ঙ্কর, পত্রিকাও আমার পক্ষে সেইরূপ ভয়ঙ্কর বোধ হইল।
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।